Home রাজনীতি রাতেই দেশে আসছে সাহারা খাতুনের মরদেহ

রাতেই দেশে আসছে সাহারা খাতুনের মরদেহ

by Dhaka Office
A+A-
Reset


বাংলাপ্রেস ডেস্ক: প্রয়াত আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের মরদেহ মধ্যরাতে দেশে এসে পৌঁছাবে। থাইল্যান্ডের বাংলাদেশ দূতাবাস, ইউএস বাংলা এয়ারলাইন্স ও আওয়ামী লীগের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।

শনিবার জানাজা শেষে বনানী কবরস্থানে দাফন করা হবে তাকে। দীর্ঘদিন বার্ধক্যজনিত নানান জটিলতায় ভুগছিলেন ৭৭ বছর বয়সী এই রাজনীতিক। ২ জুন জ্বর, অ্যালার্জিসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে অসুস্থ হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন তিনি। অবস্থার অবনতি হলে ১৯ জুন তাকে আইসিইউতে নেয়া হয়।

এরপর অবস্থার উন্নতি হলে গত ২২ জুন দুপুরে তাকে আইসিইউ থেকে এইচডিইউতে স্থানান্তর করা হয়। ২৬ জুন সকালে তার শারীরিক অবস্থার আবারো অবনতি হয়। ফের নেয়া হয় আইসিইউতে।

এরপর উন্নত চিকিৎসার জন্য ৬ জুলাই এয়ার অ্যাম্বুলেন্সে থাইল্যান্ডে নেয়া হয় সাহারা খাতুনকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে মারা যান তিনি।

বিপি/আর এল

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী