Home রাজনীতি যশোর-৬ আসনে উপনির্বাচনে আ.লীগের শাহীন চাকলাদার নির্বাচিত

যশোর-৬ আসনে উপনির্বাচনে আ.লীগের শাহীন চাকলাদার নির্বাচিত

by Dhaka Office
A+A-
Reset

মোফাজ্জেল হোসেন রাজু,যশোর থেকে : যশোর-৬ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শাহীন চাকলাদার বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। রিটার্নিং অফিসার হুমায়ুন কবীর বলেন, নৌকা প্রতিকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার ১ লাখ ২৪ হাজার ৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে ভোটার ও নির্বাচনী কর্মকর্তাদের জন্য প্রয়োজনীয় সুরক্ষা সামগ্রীর ব্যবস্থা রেখে সকাল থেকে বিকাল ৫টার পর্যন্ত ভোট গ্রহণ চলে। গত ২১ জানুয়ারি যশোর-৬ আসনের এমপি ইসমাত আরা সাদেকের মৃত্যু হওয়ায় আসনটি শূন্য ঘোষণা হয়। এ উপনির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী শাহীন চাকলাদার, বিএনপি প্রার্থী আবুল হোসেন আজাদ ও জাতীয় পার্টি প্রার্থী হাবিবুর রহমান অংশ নিয়ে ছিলেন। করোনাভাইরাসের কারণে ২৯ মার্চের নির্বাচন স্থগিত করা হয়। ৪ জুলাই নির্বাচন কমিশন ১৪ জুলাই নির্বাচনের নতুন দিন নির্ধারণ করে। তবে বিএনপির কেন্দ্রীয় সিদ্ধান্তে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন ধানের শীষের প্রার্থী।

তবে ব্যালটে তিনি প্রার্থী থেকে যান। বিএনপি এ ভোট বর্জন করলেও ধানের শীষ প্রতীকে ২ হাজার ১২ ভোট এবং জাতীয় পার্টির লাঙল প্রতীকে ১ হাজার ৬শ ৭৮ ভোট পড়েছে বলে জানান তিনি।

এ আসনে ২ লাখ ৩ হাজার ১৮ জন ভোটারের মধ্যে ১ লাখ ২৯ হাজার ৬৭ জন ভোট দিয়েছেন। এর মধ্যে ১ হাজার ২৭৪টি ব্যালট বাতিল ঘোষণা করা হয় বলে জানান রিটার্নিং কর্মকর্তা।

বিপি/আর এল

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী