আজমীর হোসেন তালুকদার, ঝালকাঠি থেকে : ঝালকাঠির রাজাপুর উপজেলাধীন গালুয়া বিএনপির সমর্থক প্রবাসী মামকে মারধরের প্রতিশোধ নিতে ভাগ্নের নেতৃত্বে ইউনিয়ন যুবলীগ যুগ্ম আহবায়ক সৈয়দ জিয়া উদ্দিন রেজভী (৪২) কে কুপিয়ে আঙ্গুল বিচ্ছিন্ন করে ফেলার ঘটনায় থানা পুলিশ শুক্রবার রাত পর্যন্ত ওমান প্রবাসী মোঃ কবির হোসেন (৫০) ও তার ভাগ্নে রাকিবকে গ্রেপ্তার করেছে।
শুক্রবার দুপুরে উপজেলার গালুয়া ইউনিয়নের এঘটনা ঘটে। আহত রেজভী উপজেলার নিজ গালুয়া গ্রামের মোঃ মীর ফরিদ উদ্দিন এর পুত্র। আহত রেজভীর ভাই রাজীব জানায়, বৃহস্পতিবার রাতে গালুয়া বাজারে শুক্কুর মিয়ার দোকানে বসে ঠিকাদারি কাজের টেন্ডার নিয়ে যুবলীগ নেতা রেজভী সাথে প্রবাসী কবিরের কথার কাটাকাটি হয়। বাকবিতন্ডার এক পর্যায়ে রেজভী প্রবাসী কবিরকে বেশ কয়েকটি লাথি-ঘুষি মারে। এর জের ধরে শুক্রবার দুপুরের পর কবির কে মারধরের প্রতিশোধ নিতে তার ভাগিনা রাকিব সহ ৫/৬ জন সাহামিয়ার বাজারে অবস্থান করে। বিকালে রেজভী তাদের বাড়ি থেকে সাহামিয়ার বাজারে এসে রাস্তার পাশে দাড়ালে রাকিব ও তার সহযোগীরা একযোগে তার উপর হামলা চালায় ও লাঠিসোটাসহ দেশীয় ধাড়ালো অস্ত্র দিয়ে কুপিয়ে-পিটিয়ে রক্তাক্ত জখম করে।
এ সময় হাতদিয়ে কোপ ঠেকাতে গেলে তার বাম হাতের বৃদ্ধাঙ্গুলী শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে মাটিতে পরে। পরে স্থানীয়রা আহত রেজভীকে উদ্ধার করে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।খবর পেয়ে রাজাপুর থানা পুলিশ তাৎক্ষনিক ঘটনাস্থল পরিদর্শন ও প্রবাসী কবিরকে তার বাড়ী থেকে আটক করে। রাতে হামলায় নেতৃত্ব দেয়া রাকিবকে পৃথক অভিযান চালিয়ে পুলিশ গ্রেপ্তার করতে সক্ষম হয়।
এ বিষয়ে প্রত্যক্ষদর্শী দোকানদার মোঃ শুক্কুর জানায়, বৃহস্পতিবার রাতে ঠিকাদারি কাজ নিয়ে রেজভী ও কবির তার দোকানে বসে বাকবিতন্ড হয়। এক পর্যায়ে রেজভী কবিরকে লাথি-ঘুষি মারে। এর জের ধরে শুক্রবার দুপুরে কবির এর বোনের ছেলে (ভাগিনা) মোঃ রাকিব লোকজন নিয়ে রেজভীকে কুপিয়ে রক্তাক্ত জখম করে। এ ব্যাপারে রাজাপুর থানা অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম বলেন, হামলার ঘটনায় যুবলীগ নেতা রেজভীর ভাই বাদী হয়ে অভিযোগ দায়ের করেছে। পুলিশ ঘটনায় জড়িত ২জনকে গ্রেপ্তার করেছে। বাকীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যহত রয়েছে।
বিপি/আর এল