Home জীবনযাপন ফুলবাড়ীতে আদিবাসীদের সেলাই মেশিন প্রশিক্ষণের উদ্বোধন

ফুলবাড়ীতে আদিবাসীদের সেলাই মেশিন প্রশিক্ষণের উদ্বোধন

by Dhaka Office
A+A-
Reset

ওয়াহিদুল ইসলাম ডিফেন্স, ফুলবাড়ী থেকে : ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা’ শীর্ষক প্রকল্পের আওতায় দিনাজপুরের ফুলবাড়ীতে গতকাল সোমবার উপজেলার ২০ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী মহিলাদের তিনমাস ব্যাপী সেলাই প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।

সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) কানিজ আফরোজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান মিল্টন। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী মো. শাহিদুজ্জামান, ভারপ্রাপ্ত উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রুম্মান আক্তার, সমাজসেবা কর্মকর্তা আখতারুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা রীতা মন্ডল, রুবেল ইসলাম প্রমুখ।

শেষে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী মহিলাদের হাতে সেলাই মেশিন তুলে দিয়ে তিনমাস ব্যাপী সেলাই প্রশিক্ষণের উদ্বোধন করেন অতিথিদ্বয়।

বিপি/আর এল

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী