Home আন্তর্জাতিক ইউরোপে ফের কড়াকড়ি আরোপে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আহ্বান

ইউরোপে ফের কড়াকড়ি আরোপে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আহ্বান

by Dhaka Office
A+A-
Reset

বাংলাপ্রেস ডেস্ক: ইউরোপে দ্বিতীয় দফায় সংক্রমণ ভয়াবহ রুপ নেয়ায়, ফের কড়াকড়ি আরোপের আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

ফ্রান্সে একদিনে নেকর্ড ৩ হাজার ৬২১ জন কোভিড১৯ রোগী শনাক্ত হয়েছে। ইতালি, পোল্যান্ড এবং জার্মানিতে গেলো এক সপ্তাহ ধরেই সংক্রমণের উর্ধ্বগতি। শনিবার থেকে লন্ডনে ইনডোরে সব ধরনের জমায়েত নিষিদ্ধ হচ্ছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইউরোপীয় অঞ্চলের পরিচালক ডা.হ্যান্স ক্লুগ বলছেন, ইউরো অঞ্চলে বর্তমানে আক্রান্তদের মধ্যে তরুণ বেশি, তাই প্রাণহানিও কম। তবে, সরকারগুলো যদি চলাচলে শিথিলতা আরোপ অব্যাহত রাখে তবে আগামী বছরের শুরুতে প্রাণহানি ৪-৫ গুণ বাড়বে।

করোনায় বিশ্বজুড়ে আক্রান্ত ৩ কোটি ৮৮ লাখ ৩৫ হাজার। প্রাণহানি ১০ লাখ ৯৭ হাজার। সুস্থ হয়েছেন ২ কোটি ৬৮ লাখ।

বিপি/আর এল

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী