বাংলাপ্রেস ডেস্কঃ কঙ্গোতে নিযুক্ত ইটালিয়ান রাষ্ট্রদূত লুকা আতানাসিও (৪৩) সন্ত্রাসী হামলায় নিহত হয়েছেন। আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতি এ তথ্য জানিয়েছে।
হামলার ঘটনায় দূতাবাসে নিয়োজিত ইটালিয়ান সামরিক পুলিশের এক সদস্য এবং আরও এক ব্যক্তি নিহত হয়েছেন।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে কঙ্গোর পূর্বাঞ্চলীয় প্রদেশ উত্তর কিভুর রাজধানী গোমার উত্তরে বন্দুক হামলার মুখে মুখে পড়ে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) একটি গাড়িবহর। সেখানে গুলিবিদ্ধ হন লুকা। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ধারণা করা হচ্ছে, গোমার উত্তরের ভিরুঙ্গা ন্যাশনালের পার্কের কাছাকাছি হামলার পেছনে অপহরণ চেষ্টা থাকতে পারে।
ইটালিয়ান রাষ্ট্রদূত এবং আর দু’জনের মৃত্যুর ঘটনায় গভীর শোক এবং দুঃখ প্রকাশ করেছে কঙ্গোর পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মন্ত্রী লুইগি দি মাইও এ ঘটনার সঙ্গে জড়িতদের কোন ছাড় দেওয়া হবে না বলে ঘোষণা দিয়েছেন।