Home বাংলাদেশ তথ্য মন্ত্রণালয়ের নাম পরিবর্তন

তথ্য মন্ত্রণালয়ের নাম পরিবর্তন

by Dhaka Office
A+A-
Reset

বাংলাপ্রেস ডেস্ক: তথ্য মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে গেজেট প্রকাশ করার মাধ্যমে আবার আগের নামে ফিরলো মন্ত্রণালয়।

তথ্য মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে নতুন নাম রাখা হয়েছে ‘তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়’। আর ইংরেজিতে বলা হবে ‘মিনিস্ট্রি অব ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং’।

সোমবার (১৫ মার্চ) মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে প্রজ্ঞাপনা জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। পরে প্রজ্ঞাপনটি গেজেট আকারে প্রকাশ করা হয়েছে।

প্রজ্ঞাপনে জানানো হয়েছে, সংবিধানের ৫৫(৬) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি রুলস অব বিজনেস, ১৯৯৬ এর সংশোধনের মাধ্যমে মন্ত্রণালয়ের নামের পরিবর্তন এনেছেন।

তথ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মন্ত্রণালয় তথ্য ছাড়াও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সংক্রান্ত কার্যাবলি সম্পাদন করে থাকে। তাই বর্তমান নামের সঙ্গে পুরো বিষয়টি প্রতিফলন ঘটেনা। এ কারণে সম্প্রচার শব্দটি যুক্ত করার উদ্যোগ নেয়া হয়।

এর আগে, এক অনুষ্ঠানে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ জানান, স্বাধীনতার পর মন্ত্রণালয়ের নাম ছিলো ‘তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়’। এখন আবার আগের নামে ফিরে যাওয়ার প্রস্তাব করা হয়েছে।

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী