বাংলাপ্রেস ডেস্ক: সারাদেশে লকডাউন হলেও খোলা থাকবে শিল্প কারখানা, কাজ চলবে শিফট অনুযায়ী।
শনিবার (৩ এপ্রিল) জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানান, বাড়িমুখি ঢল থামাতেই কারাখানা চালু রাখার সিদ্ধান্ত।
এদিকে লকডাউনের খবরে মিশ্র প্রতিক্রিয়া সাধারণ মানুষের মাঝে। করোনার বিস্তার রোধে লকডাউন জরুরী ছিলো বলে মনে করেন কেউ কেউ। আবার অনেকে মনে করছেন, গত বছরের ধাক্কা সামাল দিতে না দিতেই বড় ধরণের লকডাউন হলে হুমকির মুখে পড়বে জীবন-জীবিকা।
করোনা সংক্রমণরোধে এবার লকডাউনের সিদ্ধান্তে গেলো সরকার। সোমবার থেকে সারা দেশে এক সপ্তাহের জন্য লকডাউন থাকবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ কথা জানিয়েছেন। এ বিষয়ে শিগগিরই আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করে বাকি নির্দেশনা জানানো হবে।