Home অন্যান্যশিক্ষা শিবপুরে উপজেলা মেধাবৃত্তি পরীক্ষা-২০২১ ও পুরস্কার বিতরণ

শিবপুরে উপজেলা মেধাবৃত্তি পরীক্ষা-২০২১ ও পুরস্কার বিতরণ

by বাংলাপ্রেস ডেস্ক
Published: Updated:
A+A-
Reset

নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর শিবপুর উপজেলার ২৩টি শিক্ষা প্রতিষ্ঠানের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের মেধাবৃত্তি পরীক্ষা গ্রহন এবং পরীক্ষায় উত্তীর্ণদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

শুক্রবার ১৭ ডিসেম্বর সকালে শিবপুর পৌর মডেল স্কুল এন্ড কলেজের আয়োজনে উপজেলার ২৩টি শিক্ষা প্রতিষ্ঠানের ২শ ৭৫ জন শিক্ষার্থী প্রতিযোগিতামূলক মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। বিকালে স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে পরীক্ষায় উত্তীর্ণ ২০ জন মেধাবী শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেয়া হয়।

পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেন শিবপুর নিউ প্রি ক্যাডেট স্কুলের শিক্ষার্থী আফঈদা জন্নাত, ২য় ও ৩য় স্থান অর্জন করে শিবপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের লাবিব রহমান ও ইসরাত জাহান। প্রথম পুরস্কার একটি ল্যাপটপ প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিবপুর পৌর মডেল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি ও শিবপুর উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক আলহাজ্ব শামসুল আলম ভুঁইয়ার রাখিল। পুরস্কার বিতরণ করেন ইঞ্জিনিয়ার এনামুল হক।

এসময় উপস্থিত থাকেন শিবপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমির হোসেন সরকার ও শিবপুর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক কাদির কিবরিয়া, শিবপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদুর রহমান খান, বিলশরন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লাভলী বেগম, মজলিশপুর সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাথীসহ পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থী ও অভিভাবকগণ।সার্বিক পরিচালনা করেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহেদুর রহমান।

বিপি/কেজে

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী