নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের রাজধানী আলবেনিতে বাংলাদেশি আমেরিকান ফাউন্ডেশন অব আলবেনি (বাফা) দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় রবিবার (৯ জানুয়ারি) কোহোসে বাফা’র কার্যালয়ে অনুষ্ঠিত উক্ত নির্বাচনে সঞ্জয় সিকদার প্রেসিডেন্ট এবং ডা. মোহাম্মদ ফরহাদ জেনারেল সেক্রেটারি নির্বাচিত হয়েছেন।
রবিবার দিনব্যাপী ভোট গ্রহণ শেষে তিন সদস্যের নির্বাচন কমিশনার সাদিক আহমেদ, জুবায়ের রহমান এবং শফিকুর রহমান নির্বাচনী ফলাফল ঘোষনা করেন।
বাংলাদেশি আমেরিকান ফাউন্ডেশন অব আলবেনি (বাফা)’র নির্বাচিত অন্য সদস্যরা হলেন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ডা. হুমায়ুন কবির, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ খান তুষার, ভাইস প্রেসিডেন্ট সোহেল আহমেদ, ফাইন্যান্স সেক্রেটারি মিজানুর রহমান প্রধান, কালচারাল সেক্রেটারি জয়া সাহা ও ডিরেক্টর রহিম বাদশা।
এছাড়াও উপদেষ্টামন্ডলীর নির্বাচিত সদস্যরা হলেন- অ্যাডভাইজার কো-অর্ডিনেটর আবুল বাশার, অ্যাডভাইজার মোদাচ্ছের হোসেন, প্রকৌশলী হুমায়ুন কবির, জাবেদ মনির, তানিয়া মনির, জগবন্ধু দেবনাথ (দেব) ও দিলরুবা কলি।
বিপি।এসএম