Home জীবনযাপন শপথের আগেই ইউপি চেয়ারম্যানের মৃত্যু

শপথের আগেই ইউপি চেয়ারম্যানের মৃত্যু

by বাংলাপ্রেস ডেস্ক
A+A-
Reset

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর সদর উপজেলার দিঘলী ইউনিয়ন পরিষদের (ইউপি) নবনির্বাচিত চেয়ারম্যান ইসমাইল হোসেন (৬২) মারা গেছেন।

শুক্রবার (১৪ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে শহরের একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়।

দিঘলী ইউনিয়ন পরিষদের সচিব আবদুল কাদের বলেন, স্ট্রোক করলে ইসমাইল হোসেনকে হাসপাতালে নেওয়া হয়৷ সেখানেই তিনি মারা যান। তার পরিবারে স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। উল্লেখ্য, গত ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে তিনি চেয়ারম্যান নির্বাচিত হন। গেজেট প্রকাশ না হওয়ায় তার শপথ গ্রহণ করা হয়নি।

বিপি/আর এল

You may also like

Leave a Comment

banglapress24

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

১১১ শেলডন রোড # ১৮৮৪, ম্যানচেস্টার, কানেকটিকাট ০৬০৪২

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৫ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী