বাংলাপ্রেস ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজের স্থগিত হওয়া পরীক্ষা সশরীরে নেয়া হবে। নতুন সূচী অনুযায়ী চলবে পরীক্ষা। ঢাকা বিশ্ববিদ্যালয় ও সাত কলেজ কর্তৃপক্ষের সঙ্গে শিক্ষামন্ত্রী দীপু মনির সঙ্গে রোববার অনলাইন সভায় এ সিদ্ধান্ত হয়।
বিষয়টি নিশ্চিত করেন সাত কলেজের সমন্বয়ক ও ঢাকা কলেজ অধ্যক্ষ অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খোন্দকার।
তিনি বলেন, অনলাইন বৈঠকে পরীক্ষা চলমান রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে৷ সেশনজট নিরসনের জন্যই এ সিদ্ধান্ত৷ পরীক্ষাগুলো যথাযথ স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত হবে৷
বৈঠকের পর স্থগিত হওয়া পরীক্ষার নতুন সময়সূচী প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক অফিস৷ নতুন সময়সূচি অনুযায়ী ২০১৮ সনের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্সের ২২ ও ২৫ জানুয়ারীর পরীক্ষা আগামী ২৬ ও ২৯ জানুয়ারী অনুষ্ঠিত হবে ৷
এছাড়া ২০১৮ সনের মাস্টার্স ১ম পর্বের ২৩ ও ২৬ জানুয়ারীর পরীক্ষা আগামী ২৬ ও ২৯ জানুয়ারী অনুষ্ঠিত হবে৷
বিপি/কেজে