সুলতানা মাসুমা, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি: লক্ষ্মীপুরের কমলনগরে এসএসসিতে ভালো ফলাফল করায় ৮ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
রোববার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার চরলরেন্স এলাকায় গ্লোবাল স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে এ আয়োজন করা হয়। কৃতি শিক্ষার্থীরা বিদ্যালয়টির এসএসসির প্রথম ব্যাচ।
প্রতিষ্ঠানটির অধ্যক্ষ প্রফেসর মোহাম্মাদ আলাউদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনের সংসদ সদস্য মেজর (অবঃ) আবদুল মান্নান।
প্রতিষ্ঠানের উদ্যোক্তা হুমায়ুন কবিরের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন কমলনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক জাকির হোসেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. জাকের হোসেন ও সহকারী শিক্ষকা মাকসুদা আক্তার প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে এমপি আবদুল মান্নান বলেন, প্রকৃত শিক্ষার গুরুত্ব সমাজের প্রতিটি ক্ষেত্রে রয়েছে। সবাই বলে ঘোড়া সবচেয়ে শক্তিশালী প্রাণি। কিন্তু আমার মতে শিক্ষিত মানুষ তার চেয়েও বেশি শক্তিশালী। এজন্য প্রতিটি শিক্ষার্থীকে প্রকৃত শিক্ষায় শিক্ষিত হতে হবে।
বিপি। আর এল