Home অন্যান্য ডোমারে জানো প্রকল্পের আওতায় বিদ্যালয়ের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত

ডোমারে জানো প্রকল্পের আওতায় বিদ্যালয়ের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত

by বাংলাপ্রেস ডেস্ক
A+A-
Reset

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডোমারে জানো প্রকল্পের আওতায়ধীন ৪৫ টি বিদ্যালয়ের প্রধান শিক্ষক গনের প্রকল্পের কার্যক্রম বিষয়ক ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৫ মার্চ) সকাল ১১টায় উপজেলা পরিষদের হলরুমে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাকেরিনা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনম। বিশেষ অতিথি হিসাবে, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা সোহেল শাহাজাদা, জানো প্রকল্পের সহকারী প্রকল্প ব্যবস্থাপক পোরসিয়া রহমান, প্রকল্পের উপজেলা ম্যনেজার মোঃ শরিফ আহম্মেদ শাহ্ধসঢ়; প্রমূখ বক্তব্য রাখেন।

উল্লেখ্য জয়েন্ট এ্যাকশন নিউট্রশন আউটকাম (জানো) প্রকল্পটি ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে অষ্ট্রিয়ান ডেভেলপমেন্ট কর্পোরেশন সহায়তায় কেয়ার ইন্টারন্যাশনাল এবং প্লান ইন্টারন্যাশনাল এর সহযোগিতা বে-সরকারি উন্নয়ন সংস্থা ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (ইএসডিও) উপজেলার মানুষের মধ্যে পুষ্টিহীনতা দূর করতে সরকারের পাশাপাশী স্বাস্থ্য বিভাগের সাথে নিরলস ভাবে কাজ করে আসছে।

বিপি/কেজে

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী