Home রাজনীতি আ. লীগের একদিন বিচার হবে : ফখরুল

আ. লীগের একদিন বিচার হবে : ফখরুল

by বাংলাপ্রেস ডেস্ক
A+A-
Reset

বাংলাপ্রেস ডেস্ক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেছেন, ‘আওয়ামী লীগ সরকার দেশ ধ্বংস করে ফেলেছে, রাষ্ট্রকে ধ্বংস করেছে। সে জন্য আমি মনে করি, তাদের রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে বিচার হবে। এই দেশের মানুষের সঙ্গে তারা বিশ্বাসঘাতকতা করেছে। আজকে নয়, ১৯৭১ সালের পর থেকে তারা বিশ্বাসঘাতকতা করে আসছে। সে কারণে তাদের একদিন বিচার হবে।’

শনিবার (১৯ মার্চ) জাতীয় প্রেসক্লাবে বিএনপি সমর্থক বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের বার্ষিক কাউন্সিলে তিনি এ কথা বলেন।

গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করতে সরকার একের পর এক আইন করছে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, গণমাধ্যমের বিরুদ্ধে নীতিমালা করা হচ্ছে সংবাদ বা গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার জন্য। মিডিয়ার মালিকেরা এ সরকারের উচ্ছিষ্টভোগী পদলেহীগণ। এটা ছাড়া তারা টিকতে পারে না।

সমাজে বিভাজন ও বিভক্তির জন্য আওয়ামী লীগ সরকারকে দায়ী করে তিনি বলেন, সমাজে বিভাজনের ক্ষত তৈরি হয়েছে। সাংবাদিকরাও দুইভাগ। চিকিৎসকরা দুইভাগ। সব জায়গায় বিভক্তি।

এ অবস্থা থেকে উত্তরণের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আওয়ামী লীগকে সরাতে হবে। এদেরকে না সরিয়ে এখানে কোনো কিছু করা যাবে না। এদেরকে সরাতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।’

জাতীয় ঐক্য সৃষ্টির বিষয়ে তিনি বলেন, ‘জনগণের মধ্যে ঐক্য তৈরি করতে, সব রাজনৈতিক শক্তির সঙ্গে আলাপ-আলোচনা করে ন্যূনতম কর্মসূচির ভিত্তিতে একটা ঐক্য তৈরি করতে হবে। আমি এ কথা বলি না যে, ঐক্যবদ্ধ জোট হবে, ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম হবে। কিন্তু আমরা যেন একই সঙ্গে এই সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারি এবং তাদেরকে যেন পরাজিত করতে পারি সেই বিষয়টা নিয়ে আমরা কাজ করছি।’

বিপি/কেজে

You may also like

Leave a Comment

banglapress24

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

১১১ শেলডন রোড # ১৮৮৪, ম্যানচেস্টার, কানেকটিকাট ০৬০৪২

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৫ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী