Home অন্যান্য রমজান উপলক্ষে লক্ষ্মীপুরে টিসিবি পণ্য বিক্রি শুরু

রমজান উপলক্ষে লক্ষ্মীপুরে টিসিবি পণ্য বিক্রি শুরু

by বাংলাপ্রেস ডেস্ক
A+A-
Reset

সুলতানা মাসুমা, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি: রমজান উপলক্ষে সরকারি ভর্তুকিতে লক্ষ্মীপুরে নিম্ন আয়ের ১ লাখ ১৫ হাজার পরিবারের মধ্যে টিসিবি পণ্য বিক্রির কার্যক্রম শুরু হয়েছে। রোববার (১৯ মার্চ) বেলা ১১ টার দিকে লক্ষ্মীপুর পৌরসভার ব্যানারে হ্যাপি সিনেমা হল এলাকা আলোচনা সভার আয়োজন করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক আনোয়ার হোছাইন আকন্দ।

লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়ার সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার (এসপি) ড. এএইচএম কামরুজ্জামান, সদর উপজেলা নির্বাহী কমকর্তা (ইউএনও) ইমরান হোসেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফয়সাল, লক্ষ্মীপুর প্রেস ক্লাবে সভাপতি হোসাইন আহমেদ হেলাল ও জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি জাকির হোসেন ভূঁইয়া আজাদ প্রমুখ।

জেলা প্রশাসন সূত্র জানায়, রমজান উপলক্ষে স্বল্প মূল্যে লক্ষ্মীপুরের ১ লাখ ১৫ হাজার পরিবারের মাঝে টিসিবির পণ্য বিক্রি করা হবে। এতে তেল, চিনি, মশুর ডাল ও ছোলা থাকবে। রোববার জেলার ৭ হাজার পারিবারের টিসিবি পণ্য পাবে। এদিন ২ লিটার তেল, ২ কেজি চিনি ও ২ কেজি মশুর ডাল বিক্রি করা হয়েছে। প্রতি লিটার সয়াবিন তেল ১০০ টাকা, চিনি ৫৫ টাকা ও মশুর ৬৫ টাকা কেজি দরে বিক্রি করা হয়েছে। প্রথমদিন লক্ষ্মীপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের প্রায় ৯০০ পরিবারের মাঝে টিসিবি পণ্য বিক্রি করা হয়েছে।

লক্ষ্মীপুর জেলা প্রশাসক আনোয়ার হোছাইন আকন্দ বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলস কাজ করছেন। ঢাকা বসে প্রধানমন্ত্রী সারাদেশের বিভিন্ন পেশার মানুষের কথা ভাবচেন। নিম্ন আয়ের মানুষের কথা চিন্তা করে ভর্তুকি দিয়ে তার নির্দেশেই সারাদেশে ১ কোটি পরিবারের মধ্যে টিসিবি পণ্য বিক্রি শুরু হয়েছে। স্থানীয় প্রশাসনের পরিচালনায় সুষ্ঠুভাবে এ কার্যক্রম চলছে।

 

বিপি/কেজে

 

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী