জবি প্রতিনিধি: “জগন্নাথ ইউনিভার্সিটি ফিচার, কলাম অ্যান্ড কন্টেন্ট রাইটার্স” কর্তৃক আয়োজিত ‘তারুণ্যের একুশ’ প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৩১ মার্চ) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে এক আলোচনা সভায় এ পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়৷ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ।
বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের মধ্যে ‘আবৃত্তি’ বিভাগে পিয়াল দাস অনুপ; ‘ছোটগল্প’ বিভাগে নৌশিন জাহান অপি; ‘চিত্রকর্ম’ বিভাগে অভি সুলতানা; ‘গান’ বিভাগে শক্তি বিশ্বাস তৃষা; ‘প্রবন্ধ’ বিভাগে আব্দুর রহমান শুভ; ‘কবিতা’ বিভাগে সুমাইয়া আক্তার; এবং ‘নাচ’ বিভাগে দীপ্তশীল বাঁধন উপস্থিত হয়ে ক্রেষ্ট এবং পুরস্কার গ্রহণ করেন। এছাড়াও প্রতি মাসে সেরা লেখকদেরও বই উপহার দেয়া হয়।
এসময় অংশগ্রহণকারীদের উদ্দেশ্য সংগঠকরা উৎসাহ দিয়ে বলেন, বিশ্ববিদ্যালয়ে এমন ইভেন্ট ও প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের প্রতিভা বিকশিত করা সম্ভব। এমন প্রতিযোগিতামূলক ইভেন্ট আগামীতে আরো ভিন্ন মাত্রায় করা হবে বলেও জানান সংগঠকরা।
এছাড়াও প্রতি মাসে এই সংগঠনের সেরা তিনজন লেখক হিসেবে মনোনীত করা হয়। যাতে লেখালেখীতে সবার আগ্রহ আরো বাড়ে সেজন্য মাসের সেরা লেখকদের পুরস্কার দেওয়া হয়।
উল্লেখ্য যে, ভাষার মাস ফেব্রুয়ারিকে কেন্দ্র করে “জগন্নাথ ইউনিভার্সিটি ফিচার, কলাম অ্যান্ড কন্টেন্ট রাইটার্স” গ্রুপ শিক্ষার্থীদের মাঝে ‘তারুণ্যের একুশ’ নামক এক প্রতিযোগিতা আয়োজন করেছিল।
বিপি/আর এল