আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডোমারে ভ্রাম্যমাণ আদালতে ২ মাদকসেবীর এক মাসের কারাদন্ড এবং ৫ শত টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিষ্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা েেমাঃ
রমিজ আলম।
বুধবার (১০ আগষ্ট) দুপুরে নীলফামারী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক আলমগীর পাশার নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা পরিষদ বন বিভাগের বেতের ঝোপের ভেতর সরকার নিষিদ্ধ মাদকদ্রব্য ট্যাপেনটাডল ট্যাবলেট সেবন করার সময় তাদেরকে হাতেনাতে গ্রেফতার করে নীলফামারী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) এসময় তাদের ২ জনের কাছ থেকে ২পিচ করে ৪পিচ ট্যাপেনটাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার ৭নং বোড়াগাড়ী ইউনিয়নের রাজপাড়া গ্রামের শ্রী মিতু চন্দ্রের ছেলে সবুজ চন্দ্র (২৮) এবং অপরজন ডোমার পৌরসভার ৯
নং ওয়ার্ডের পূর্ব চিকনমাটি উদয়ন পাড়া এলাকার ফজলুল হকের ছেলে সোহেল রানা (২৬)। তাদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৪২ (১)ধারা অনুযায়ী ১ মাসের কারাদন্ড এবং ৫শত টাকা জরিমানা করা হয়েছে। এবিষয়ে জেলা (ডিএনসি) পরিচালক আলমগীর পাশা বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২জনকে জরিমানাসহ সাজা প্রদান করা হয়েছে। আমরা ফরোয়ার্ডিং করে তাদের ২ জনকে কারাগারে প্রেরণ করবো।
বিপি>আর এল