Home অন্যান্য অনলাইনে গাড়ি বিক্রির বিজ্ঞাপন দিয়ে প্রতারণা, কারাগারে যুবক

অনলাইনে গাড়ি বিক্রির বিজ্ঞাপন দিয়ে প্রতারণা, কারাগারে যুবক

by বাংলাপ্রেস ডেস্ক
A+A-
Reset

সুলতানা মাসুমা, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ ডাক্তার ও বিসিএস ক্যাডারসহ বিভিন্ন পরিচয়ে অনলাইনে গাড়ি বিক্রির বিজ্ঞাপন দিয়ে প্রতারণার অভিযোগে রায়হান উদ্দিন ওরফে রবিন নামের এক আটক করেছে র‌্যাব-১১।

প্রতারণার মামলায় শনিবার (২০ আগস্ট) বিকেলে লক্ষ্মীপুর আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠিয়েছে পুলিশ। গ্রেফতার রায়হান সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানার হাজিরপাড়া ইউনিয়নের আলাদাতপুর গ্রামের বেলাল হোসেনের ছেলে।

র‌্যাব জানায়, ডাক্তার ও বিসিএস ক্যাডার অফিসারসহ হাই প্রোফাইল ব্যক্তিদের পরিচয় দিয়ে রায়হান ক্রয়-বিক্রয়ের অনলাইন প্ল্যাটফরমে বিভিন্ন ব্র্যান্ডের প্রাইভেটকার বিক্রির বিজ্ঞাপন প্রচার করতেন। সুলভমূল্যে ভালো ব্র্যান্ডের গাড়ি কেনার জন্য আগ্রহীরা তার সঙ্গে যোগাযোগ করলে তিনি ক্রেতাদের কাছ থেকে কৌশলে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নেন। প্রতারিত হয়েছেন অসংখ্য মানুষ।

এমনই প্রতারণার শিকার আফজালুল করিম নামের এক ব্যক্তি র‌্যাব-১১ এর লক্ষ্মীপুর ক্যাম্পে লিখিত অভিযোগ দেন। অভিযোগের ভিত্তিতে তথ্য প্রযুক্তি ব্যবহার করে র‌্যাব সদস্যরা তাকে আটকের চন্দ্রগঞ্জ থানায় স্থানান্তর করে। এ সময় তার কাছ থেকে অনলাইনে প্রতারণার কাজে ব্যবহৃত দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, ১৫টি সিম এবং নগদ ২ হাজার ৩৫০ টাকা জব্দ করা হয়।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন জাগো নিউজকে বলেন, ভুক্তভোগী চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা। তিনি সেখানে মামলা করেছেন। র‌্যাব আমাদের কাছে আসামি হস্তান্তর করে। পরে আমরা আসামিকে ৬৪ ধারায় আদালতে সোপর্দ করি। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন

বিপি<> আর এল

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী