Home অন্যান্য শহিদুর রহমান মাষ্টার আর নেই

শহিদুর রহমান মাষ্টার আর নেই

by বাংলাপ্রেস ডেস্ক
A+A-
Reset

দুলাল হক,ঠাকুরগাঁও প্রতিনিধি:ঠাকুরগাঁওয়ের ১নং রুহিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: শহিদুর রহমান (৪৬) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন।(ইন্না লিল্লাহে ….রাজেউন)।বুধবার সন্ধা ৭ টায় দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি।বৃহস্পতিবার বেলা ২ টায় মাটিগাড়া ঈদগা ময়দানে নামাজে জানাজা শেষে তেলিহারী পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হবে।
মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক কন্যা সন্তান সহ অসংখ্য বন্ধু বান্ধব ও শুভাকাংখি রেখে গেছেন। শহিদুর রহমান ১৯৯০ সালে রুহিয়া উচ্চ বিদ্যালয় হতে এসএসসি পাশ করেন।

বেকামনি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতার মধ্য দিয়ে তার চাকুরি জীবন শুরু হয়।২০১৩ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে ২৬ হাজার বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করলে তিনি সরকারি শিক্ষক হিসেবে স্বীকৃতি লাভ করেন।এরপর তিনি মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন এবং পরবর্তীতে ১নং রুহিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের দায়িত্ব প্রাপ্ত হন।মৃত্যর দিন পর্যন্ত তিনি সেখানে কর্মরত ছিলেন।
এক বছর পূর্বে তিনি বিয়ে করেন এবং দাম্পত্য জীবন শুরু করেন।কয়েকদিন পূর্বে তার একটি কন্যা সন্তান জন্ম গ্রহন করে।

কিছুদিন পূর্বে তার হৃদরোগ ধরা পড়ে এবং তিনি ভারতে গিয়ে চিকিৎসা গ্রহন করে দেশে ফিরে স্বাভাবিক জীবন শুরু করেন।মৃত্যুর দিন তার মাত্রারিক্ত ডায়াবেটিকস ধরা পড়ে।

সরকারি চাকুরিতে প্রবেশের পূর্ব মুহুর্ত পর্যন্ত তিনি বাংলাদেশ আওয়ামীলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন এবং রুহিয়া ইউনিয়ন আওয়ামীলীগের কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন।

তার মৃত্যুতে বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও -১ আসনের এমপি রমেশ চন্দ্র সেন,রুহিয়া থানা আওয়ামীলীগের সভাপতি পার্থ সারথী সেন,সাধারণ সম্পাদক আবু সাইদ বাবু,সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম বিপ্লব,বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি কমল কুমার রায়,সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম,সদর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মো: মজলুম পারভেজ এবং সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিন্টু মৃতের আত্বার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

বিপি> আর এল

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী