Home অন্যান্যশিক্ষা ডোমারে জোড়াবাড়ী সিদ্দীকিয়া দাখিল মাদ্রাসার দূর্নীতির প্রতিবাদে মানববন্ধন

ডোমারে জোড়াবাড়ী সিদ্দীকিয়া দাখিল মাদ্রাসার দূর্নীতির প্রতিবাদে মানববন্ধন

by বাংলাপ্রেস ডেস্ক
A+A-
Reset

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডোমারে জোড়াবাড়ী সিদ্দীকিয়া দ্বি-মূখী দাখিল মাদ্রাসায় সুপার কর্তৃক গোপনে ভোটার তালিকা প্রনয়ণ, তফসীল, ভোট গ্রহন ও দূর্নীতির প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) সকাল ১১টায় মাদ্রাসা গেটের মুল ফটকে ঘন্টা ব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালন করেন মাদ্রাসার ছাত্র/ছাত্রীদের অভিভাবক ও এলাকাবাসী। মাদ্রার ম্যানেজিং কমিটির সাবেক সদস্য প্রভাষক এনছানুল হকের সভাপতিত্বে হাফেজ মোক্তারুল ইসলাম, ডাঃ আব্বাছ আলী (হোমিও), অভিভাবক সদস্য নুরল ইসলাম, মাওঃ আশিকুর রহমান, অভিভাবক জামাল উদ্দিন শাহ, নুর ইসলাম, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান টিটুল প্রমূখ বক্তব্য রাখেন। এ সময় ইউনিয়ন আ’লীগের সভাপতি নজরুল ইসলাম, ডাঃ আব্দুল ওয়াজে মুক্তা, ব্যাবসায়ী লাবু ইসলাম সহ মাদ্রাসার ছাত্র/ছাত্রী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন। বক্তগণ বলেন, মাদ্রাসার সুপার এবিএম মকবুল হোসাইন নিয়ম নিতিকে তোয়াক্কা না করে একই পদে চাকুরী প্রত্যাশী একাধীক ব্যক্তির কাছ থেকে মোটা অংকের টাকা নিয়ে নিয়োগ বাণ্যিজ্য, ভুয়া ভোটার তালিকা প্রনয়ণ, ভোট গ্রহন সহ নানা ধরণের দূর্নীতি করে নিয়োগ পরীক্ষা সম্পন্ন করার চেস্টা করছে। যার কারণে ডিজি প্রতিনিধি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অনিয়মের কারণে নিয়োগ পরীক্ষা স্থগিত ঘোষনা করেন।

অপর দিকে কাউকে না জানিয়ে ভোটার তালিকা প্রনয়ণ, ম্যানেজিং কমিটি গঠনসহ ভুয়া ভোট গ্রহন দেখিয়ে চাকুরী প্রত্যাশী একাধীক প্রার্থীদের কাছ থেকে চাকুরী দেয়ার নাম করে মোটা অংকের অর্থ হাতিয়ে নিয়ে ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানকে ধংসের মুখে ঠেলে দিচ্ছে। মাসের পর মাস মাদ্রাসায় উপস্থিত না হয়ে জাল স্বাক্ষর করে মাদ্রাসার টাকা উত্তলন করে আতœসাধ করে খান্ত হননি। এবার নিয়োগের নামে অসহায় মানুষের কাছে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে তালবাহানা করছে সুপার ও তার সহযোগিরা। অবিলম্বে নিয়োগ বানিজ্য ও সকল দূর্নীতি বন্ধ সহ সুপার মকবুলের বিরুদ্ধে প্রয়োজনিয় ব্যবস্থা গ্রহনের জোর দাবী জানান বক্তারা।

বিপি>আর এল

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী