Home অন্যান্য অবৈধ পথে ভারত থেকে প্রবেশের সময় ৬ জন বিজিবির হাতে আটক

অবৈধ পথে ভারত থেকে প্রবেশের সময় ৬ জন বিজিবির হাতে আটক

by বাংলাপ্রেস ডেস্ক
A+A-
Reset

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের মহেশপুর উপজেলার লেবুতলা গ্রাম থেকে মহিলাসহ ৬ জনকে আটক করেছে মহেশপুরের ৫৮ বিজিবি।

আটককৃতরা অবৈধ পথে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় তাদের আটক করা হয়। মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক তসলিম মোহাম্মদ তারেক বুধবার বিকালে এ খবর জানান। আটককৃকরা হলেন, যশোরের হিলিয়া গ্রামের জাকির মোল্লার ছেলে মোঃ আলাউদ্দিন মোল্লা(২২) ও তার খালাতো বোন নড়াইলের কদমতলা গ্রামের আশরাফ শেখের মেয়ে মোসাঃ শামীমা আক্তার (১৬), খুলনার রোমনগর গ্রামের মৃত খোকন হাওলাদারের ছেলে সাগর হাওলাদার (২৮), বাগেরহাটের বানিয়াখালী গ্রামের আবুল হোসেন খার ছেলে মোঃ জামাল খান(৫৬), পিরোজপুরের শাহজাহান ফারাজীর ছেলে মোঃ জাকির হোসেন (৩৬) এবং বাগেরহাটের নলবুনিয়া গ্রামের দেলোয়ার হাওলাদারের ছেলে মোঃ হাসিব হোসেন হাওলাদার (২৬)। বিজিবি সুত্রে জানা গেছে, বুধবার সকাল সাড়ে ৫টার দিকে মাটিলা বিওপির
টহল দল মহেশপুরের লেবুতলা এলাকার সীমান্ত পিলার-৫২/৫ আর থেকে ৪০০ গজ বাংলাদেশের মধ্য থেকে ৬ জন বাংলাদেশী নাগরিককে আটক করে। তারা সবাই ভারত থেকে অবৈধ পথে বাংলাদেশে প্রবেশ করে। তাদের বিরুদ্ধে মহেশপুর থানায় পাসপোর্ট আইনে মামলা হয়েছে।

বিপি> আর এল

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী