সাইফ উল্লাহ, সুনামগঞ্জ থেকে: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুর ১২ টায় ধর্মপাশা উপজেলা পরিষদ প্রাঙ্গণে কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়। কৃষি সম্প্রাসারণ অধিদপাতর কর্তৃক ধর্মপাশা উপজেলা কৃষি অফিসের উদ্যোগে কৃষি যন্ত্রপাতি বিতরণ করেন, সুনামগঞ্জ-১ আসনের জাতীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, ধর্মপাশা উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো: অলিদুজ্জামান, ধর্মপাশা উপজেলা কৃষি অফিসার মীর হাসানাল বান্না, ধর্মপাশা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, ইউপি চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী, মোকারম হোসেন, নাসরিন সুলতানা দিপা, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান, দপ্তর সম্পাদক আজহারুল ইসলাম পিকে দিদার, বিঞ্জান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো: ফেরদৌসুর রহমান, সেলবরষ ইউপি আওয়ামীলীগের সভাপতি বেনুয়ার হোসেন খান, যুগ্ন সাধারণ সম্পাদক শাহ আব্দুল বারেক ছোটন, আওয়ামীলীগ নেতা তৌমুর রহমান, প্রভাষক এম সানোয়ার জাহান মামুন, আলমগীর কবির সহ উপজেলা প্রশাসন ও আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি সুনামগঞ্জ-১ আসনের জাতীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন বলেন, প্রতি বছর প্রায় বিশটি মেশিন বিতরণ করা হয় এতে করে কৃষকগণ তার পাকা জমির ধান কাটা, মারাই করে নিজের ঘরে নিয়ে আসতে পারেন। এবছর আমার বীর মুক্তিযোদ্ধাদের মাঝে মেশিন বিতরণ করছি। বিশ্বনেত্রী মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা কৃষকদের প্রতি আন্তরিক তাই ৭০ পারসেন্ড ভুর্তকি দিয়ে ধান কাটা মেশিন বিতরণ করা হচ্ছে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু জয় হোক বাংলাদেশ আওয়ামীলীগের।
বিপি>আর এল