আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডোমারে জানো প্রকল্পের সহযোগিতায় ৫দিন ব্যাপী জেন্ডার ইক্যুইটি মুভমেন্ট ইন স্কুল (জেমস) কারিকুলাম (১ম বর্ষ) রিফ্রেসার্স প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ, কেয়ার বাংলাদেশ ও ইকো সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) সহায়তায়। ইউরোপিয় ইউনিয়ন অষ্ট্রিয়ান ডেভলপমেন্ট কো-অপারেশন এর অর্থায়নে শনিবার (২১ জানুয়ারি) সকাল সাড়ে নয় টায় ডোমার বহুমূখি উচ্চ বিদ্যালয় হলরুমে ভার্চুয়ালী ভিডিও কনফারেন্স এর মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহা-পরিচালক অধ্যাপক নেহাল আহম্মেদ।
এ সময় ডোমার বহুমূখি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল আলম, জানো প্রকল্পের ডোমার উপজেলা ম্যানেজার মইন উদ্দিন, ফিল্ড অফিসার আমানুর রহমান, বেলাল হোসেন প্রমূখ বক্তব্য রাখেন। উক্ত কর্মশালায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২৭ জন শিক্ষক অংশ গ্রহন করেন।
প্রশিক্ষণ গ্রহনে শিক্ষার মান উন্নয়নে শিক্ষদের পরামর্শ প্রদান করেন বক্তাগণ। আগামী ২৫ জানুয়ারি প্রশিক্ষনের সমাপনি দিবস অনুষ্ঠিত হবে বলে কর্তৃপক্ষ জানান।
বিপি>আর এল