Home বাংলাদেশরাজশাহী বগুড়া-৪ আসনে ৬৩ কেন্দ্রে এগিয়ে হিরো আলম

বগুড়া-৪ আসনে ৬৩ কেন্দ্রে এগিয়ে হিরো আলম

by বাংলাপ্রেস ডেস্ক
A+A-
Reset

বাংলাপ্রেস ডেস্ক: বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম ভোটের দৌড়ে এগিয়ে আছেন। ১১২টি কেন্দ্রের মধ্যে ৬৩ কেন্দ্রে হিরো আলম একতারা প্রতীকে ১১৪৮০ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মহাজোটের প্রার্থী রেজাউল করিম তানসেন মশাল প্রতীকে পেয়েছেন ৯৪০০ ভোট।

বগুড়া-৬ (সদর) আসনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণার পরে বগুড়া-৪ আসনের ফলাফল ঘোষণা করা হবে বলে জানিয়েছে রিটানিং অফিসারের কার্যালয়।

বগুড়ার এই দুই আসনের নির্বাচনে মধ্যে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে ১৪ দলীয় জোট মনোনীত প্রার্থী জাসদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক একেএম রেজাউল করিম তানসেন (মশাল) ও স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম (একতারা) মধ্যে। এছাড়া বগুড়া-৬ (সদর) আসনে ফলাফলে হিরো আলম তৃতীয় অবস্থানে রয়েছেন।

বিপি/কেজে

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী