সুলতানা মাসুমা, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি: লক্ষ্মীপুর পল্লী উন্নয়ন বোর্ডের জেলা কার্যালয়সহ পাঁচটি উপজেলায় ১৩টি পদ শূন্য রয়েছে। এরমধ্যে চারটিতেই পল্লী উন্নয়ন কর্মকর্তা (আরডিও) নেই। এতে করে ব্যহত হচ্ছে উন্নয়নমূলক কাজ ও আবর্তক ঋণ কার্যক্রম।
বিআরডিবি লক্ষ্মীপুর জেলা কার্যালয় সূত্র জানা যায়, জেলা কার্যালয়ে জুনিয়র অফিসার ও অফিস সহায়ক পদ শূন্য রয়েছে। এছাড়া সদর, রায়পুর, রামগতি, রামগঞ্জ ও কমলনগর কার্যালয়ের ১৫টি পদের ১১টি শূন্য আছে। এরমধ্যে সদর, রায়পুর, রামগতি ও রামগঞ্জে আরডিও নেই। সদর, রামগঞ্জ ও রামগতি কার্যালয়ে সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা (এআরডিও) পদও শূন্য রয়েছে। রামগতি উপজেলাতে জুনিয়র অফিসার (হিসাব রক্ষক) থাকলেও তিনি সদর, রায়পুর, কমলনগর ও রামগঞ্জ কার্যালয়ের শূন্যপদে অতিরিক্ত দায়িত্ব পালন করে আসছেন। কমলনগরের এআরডিও মো. আলাউদ্দিন রামগঞ্জের আরডিও পদে অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। এতে নিজ কার্যালয়ে সময় দিতে পারছেন না দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা।
বিপি>আর এল