Home আন্তর্জাতিক চাঁদ দেখা যায়নি, সৌদি আরব জানালো কবে থেকে রোজা শুরু

চাঁদ দেখা যায়নি, সৌদি আরব জানালো কবে থেকে রোজা শুরু

by বাংলাপ্রেস ডেস্ক
A+A-
Reset

বাংলাপ্রেস ডেস্ক: আজ মঙ্গলবার সৌদি আরবের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়নি। আগামীকাল ৩০ দিন পূর্ণ হবে শাবান মাসের। অর্থাৎ, আগামী বৃহস্পতিবার থেকে সৌদি আরবে শুরু হবে পবিত্র মাহে রমজান। খবর খালিজ টাইমস।

আজ সৌদি আরবের হারামাইন শরীফাইন তাদের ফেসবুক পেইজে বিষয়টি নিশ্চিত করেছে। সেখানে বলা হয়েছে, সৌদি আরবের আকাশে আজ মঙ্গলবার রমজান মাসের চাঁদ দেখা যায়নি। তাই রমজানের প্রথম দিন হবে আগামী বৃহস্পতিবার। ২৩ মার্চ থেকে রমজান শুরু হতে যাচ্ছে কাতার, তুরস্কেও।

এদিকে, বাংলাদেশের মুসলিমরা কবে থেকে রোজা রাখা শুরু করবেন, তা আগামীকাল বুধবার জানা যাবে। রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সভাকক্ষে বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় রমজান মাসের চাঁদ দেখা নিয়ে জাতীয় কমিটির বৈঠক হবে।

ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খানের সভাপতিত্বে এ বৈঠক হবে বলে আজ মঙ্গলবার ইসলামিক ফাউন্ডেশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে। এতে বলা হয়, ১৪৪৪ হিজরি সনের পবিত্র রমজান দেখার সংবাদ পর্যালোচনা এবং এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের’ লক্ষ্যে আগামীকাল ২২ মার্চ বুধবার সন্ধ্যা ৬.৩০টায় (বাদ মাগরিব) জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভা অনুষ্ঠিত হবে |

বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেলে তা নিম্নোক্ত টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী অফিসারকে (ইউএনও) জানানোর জন্য সংবাদ বিজ্ঞপ্তিতে অনুরোধ করা হয়েছে। টেলিফোন নম্বর: ০২-২২৩৩৮১৭২৫১, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭

ফ্যাক্স নম্বর: ০২-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১

বিপি>আর এল

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী