Home আন্তর্জাতিক যুক্তরাষ্ট্রের টেনেসিতে প্রাইমারি স্কুলে গুলি : নিহত ৭

যুক্তরাষ্ট্রের টেনেসিতে প্রাইমারি স্কুলে গুলি : নিহত ৭

by bnbanglapress
A+A-
Reset

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের ন্যাশভিল শহরের একটি স্কুলে গুলিবর্ষণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ জনে। এর মধ্যে এক নারী ও তিন শিশুও রয়েছে। সোমবার ন্যাশভিলের বেসরকারি ক্রিশ্চিয়ান স্কুলে বন্দুক হামলার ঘটনা ঘটে। ন্যাশভিল শহরের বার্টন হিলস ডক্টর এলাকায় কভেন্যান্ট প্রেসবিটারিয়ান চার্চের কভেন্যান্ট স্কুলে একজন বন্দুকধারী এলোপাতাড়ি গুলি চালায়।
স্থানীয় পুলিশ জানায়, স্থানীয় সময় সকাল ১০টা ১৩ মিনিয়ে বিষয়টা জানতে পারে। দ্রুতই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। ভবনটির দ্বিতীয় তলায় গুলির শব্দ শুনতে পায় পুলিশ। হামলাকারী নিহতের আগে তিন শিক্ষার্থী ও তিন কর্মচারীকে হত্যা করে।
তবে পুলিশ হামলাকারীকে শনাক্ত করতে পারিনি। তবে ধারণা করছে হামলাকারী একজন কিশোর। সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, হামলাকারী ওই স্কুলের সাবেক শিক্ষার্থী।
নিহত তিন শিশুর সবাই গুলিতে মারা যায় বলে কর্মকর্তারা জানায়। তাদের বয়স সম্পর্কে এখনো কিছু বলা হয়নি।
মেট্রোপলিটান ন্যাশভিল পুলিশ বিভাগ জানিয়েছে, হামলকারী নারীটির বয়স ২৮ বছর। তিনি ন্যাশভিলের বাসিন্দা। তিনি স্কুলে প্রবেশ করেই গুলিবর্ষণ করতে থাকেন।
পুলিশ জানিয়েছে, তার কাছে ‘অন্তত’ দুটি অ্যাসাল্ট রাইফেল ও একটি হ্যান্ডগান ছিল। তার উদ্দেশ্য সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছুই জানা যায়নি। তবে পুলিশ বলছে, সে এই স্কুলের সাবেক ছাত্রী ছিল।
যুক্তরাষ্ট্রের স্কুলগুলোতে প্রায়ই গুলিবর্ষণ হয়ে থাকে। এমনকি গত বছর টেক্সাসের একটি স্কুলে হামলায় ১৯ শিক্ষার্থী ও দুই শিক্ষক নিহত হয়েছিলেন।গত ফেব্রুয়ারিতে মিশিগান রাজ্যে হামলায় তিন ছাত্র নিহত ও আরো পাঁচজন আহত হয়। চলতি বছর যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত গুলিবর্ষণের অন্তত ১২৮টি ঘটনা ঘটেছে।

বিপি।এসএম

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী