Home অন্যান্যধর্ম বাংলাদেশি মুসলিম সমাজকে শক্তিশালী করার আহবান নিউ ইয়র্ক সিটি মেয়রের

বাংলাদেশি মুসলিম সমাজকে শক্তিশালী করার আহবান নিউ ইয়র্ক সিটি মেয়রের

by bnbanglapress
Published: Updated:
A+A-
Reset

নোমান সাবিত: যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি মুসলিম কমিউনিটি আয়োজিত আন্তঃধর্মীয় ইফতার মাহফিলে যোগ দিয়ে নিউ ইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামস বাংলাদেশিদের উদ্দেশ্যে বলেছেন, নতুন নতুন মুসলিম ভোটার রেজিস্ট্রেশন করে নিজেরাই নিজেদের শক্তিশালী করবেন। সময়মত ভোটাধিকার প্রয়োগ করে নিজদের নেতা নির্বাচন করবেন। যারা আপনাদের জন্য কথা বলবে। আপনাদের হয়ে কাজ করবে। এতে মুসলিম কমিউনিটি শক্তিশালী হবে। স্থানীয় সময় শনিবার (১ এপ্রিল) ব্রঙ্কসের পার্কচেস্টারের ১০৬ পাবলিক স্কুলে আয়োজিত উক্ত ইফতার মাহফিলে প্রধান অতিথির ভাষনে এসব কথা বলেন তিনি।
মাসুদ রহমান ও কমিউনিটি লিডার এম ইসলাম মামুনের সঞ্চালনায় উক্ত আন্তঃধর্মীয় অনুষ্ঠানে কমিউনিটির পক্ষে স্বাগত বক্তব্য রাখেন মোহাম্মদ এন মজুমদার।
মেয়র এরিক অ্যাডামস বলেন, রমজান মাসে সিটির ৫টি বরোতেই ইফতার পার্টিতে অংশ নেবেন তিনি। এর ধারাবাহিকতায় প্রথম অংশ নেন ব্রঙ্কসে বাংলাদেশি মুসলিম কমিউনিটি আয়োজিত ইফতার মাহফিলে। তিনি বলেন বাংলাদেশিরা তার পুরানো বন্ধু। সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প যখন মুসলিম ব্যান্ডের ঘোষণা দিয়েছিল তখন তিনি ব্রুকলিন বরোর প্রেসিডেন্ট ছিলেন। ট্রাম্পের ঘোষণার বিরুদ্ধে অনেক প্রতিবাদ সভা করেন তিনি। বাংলাদেশিদের সাথে অতীতে ছিলেন, এখনও আছেন ভবিষ্যতেও থাকবেন। আর তার অফিসের প্রধান এডমিনিস্ট্রেটিভ অফিসার মীর বাশার তো বাংলাদেশি নাগরিক।
ব্রঙ্কসের পাবলিক স্কুলে প্রায় ৩ শতাধিক বাংলাদেশি ইফতারে অংশ নেন। সুশৃংখলিত অনুষ্ঠান দেখে মেয়র অফিসের স্টাফরা উচ্ছসিত প্রসংশা করেন। মেয়রের অন্যান্য কমিউনিটির অনুষ্ঠানের মতো বিশৃংখলা ও ছবি তোলার জন্য হুরোহুড়ি ছিল না। ইফতার ও দোয়া মাহফিলে কমিউনিটির গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন আব্দুস শহীদ, খলিলুর রহমান, আব্দুর রহিম বাদশা, আব্দুল চৌধুরী জাকির, মোহাম্মদ আলী, জামাল হোসেন, আব্দুল খালেক, খবির উদ্দীন ভূইয়া, মোহাম্মদ কবির, রুমানা আহমেদ, সারোয়ার চৌধুরী, জামাল চেয়ারম্যান, ইফতি চৌধুরী, কাজি হাসান, আরিফ রেজা, রেজা আব্দুল্লাহ, আবুল ইয়াহিয়া কাশেম, হাসান আলী, রোকন হাকিম, ইমরান রন শাহ, মীর শাহাব উদ্দিন, তুষার পিক, ইব্রাহিম বার ভূইঁয়া, শামীম মিয়া, শামীম আহমেদ, মাসুদুল কবির, মনজুর চৌধুরী জগলু, মাহবুবুল আলম, মুকিত চৌধুরী, আবুল হাশেম হাসনু, জুনেদ চৌধুরী, আলা উদ্দীন, সাব্বির গুল, শাহিনুর, সামাদ মিয়া, সৈয়দ পাভেল, নুরে আলম জিকু, দিদার চৌধুরী, কামরুজ্জামান শামীম, স্বপন তালুকদার, রবিউজ্জামান কাজি ও শেখ আল মামুন।
মেয়র বাংলাদেশিদের দ্বারা পরিচালিত স্থানীয় ৫টি মসজিদকে সন্মাননা প্রদান করেন। মসজিদগুলো হচ্ছে পার্কচেষ্টার জামে মসজিদ, বাংলাবাজার জামে মসজিদ, পার্কচেষ্টার ইসলামিক সেন্টার, নর্থ ব্রংকস মসজিদ ও বায়তুল আমান ইসলামিক সেন্টার।

বিপি।এসএম

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী