Home বাংলাদেশঢাকা ঢাকায় ৪.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত

ঢাকায় ৪.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত

A+A-
Reset

বাংলাপ্রেস ডেস্ক: শুক্রবার ভোর ৫ টা ৫৭ মিনিটে ৪.৩ মাত্রার ভূমিকম্পে কাঁপল ঢাকা। এই ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে আশপাশের অন্যান্য জেলাতেও।

যুক্তরাষ্ট্রের ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস এবং ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, বাংলাদেশ সময় শুক্রবার ভোর ৫টা ৫৭ মিনিটে এ ভূমিকম্প ঘটে। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৪ দশমিক ৩। বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশ আরো বড় শক্তির ভূমিকম্পের ঝুঁকিতে আছে।

ভূমিকম্পের উপকেন্দ্র ছিল ঢাকার দোহার থেকে ১৪.২ কিলোমিটার পশ্চিম উত্তর-পশ্চিমে, আজিমপুর থেকে ২৩.৪ কিলোমিটার উত্তর উত্তর-পূর্বে এবং নারায়ণগঞ্জ থেকে ২৪.৭ কিলোমিটার পূর্ব উত্তর-পূর্বে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ১০ দশমিক কিলোমিটার গভীরে। মৃদু এ ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কোনো তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া না গেলেও অনেকেই তাঁদের আতঙ্কের কথা জানিয়েছেন। রাজধানী ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে অনেকেই ভূমিকম্পের খবর জানিয়েছেন। ভূমিকম্প টের পেয়ে কেউ কেউ পোস্ট দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। অনেকেই সে সময় ঘর ছেড়ে রাস্তায় নেমে এসেছেন।

বিপি/কেজে

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী