দুলাল হক, ঠাকুরগাঁও প্রতিনিধি: মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কেন্দ্রিয় কৃষকলীগের নির্দেশনায় ঠাকুরগাঁও সদর উপজেলার ১৪নং রাজাগাঁও ইউনিয়ন কৃষকলীগের আয়োজনে বর্গাচাষী এক দরিদ্র কৃষকের ৫০ শতাংশ জমির পাকা ধান কেটে মাথায় করে বাড়িতে পৌছে দিলেন ঠাকুরগাঁও কৃষকলীগের জেলা, সদর উপজেলা ও ইউনিয়নের নেতা কর্মীরা।এ কর্মসূচিতে জেলা কৃষকলীগ ছাড়াও সদর উপজেলা,এবং রুহিয়া থানাধীন ৬ ইউনিয়নের কৃষকলীগের নেতৃবৃন্দ উপস্থিখত ছিলেন।
সোমবার দুপুরে সদর উপজেলার রাজাগাঁও ইউনিয়নের রাজাগাঁও গ্রামের বর্গাচাষী কৃষক রশিদুল ইসলামের ৫০ শতাংশ জমির পাকা ধান কেটে বাড়ি পৌছে দিয়েছেন কৃষকলীগের নেতা কর্মীরা । আর্থিক ও শ্রমিক অভাবে ধান কাটতে পারছিলেন না ওই কৃষক।
এ সময় জেলা কৃষকলীগের সভাপতি পবারুল ইসলাম এর নেতৃত্বে সদর উপজেলা কৃষকলীগের সদস্য সচিব সুমন ইসলাম তূর্য্য সহ কৃষকলীগের প্রায় শতাধিক নেতা কর্মী উপস্থিত থেকে কৃষকের ধান কেটে বাড়ি পৌছে দেন।
এজন্য বর্গাচাষী কৃষক রশিদুল ইসলাম সন্তুষ্টি প্রকাশ করে মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা ও ঠাকুরগাঁও কৃষকলীগকে ধন্যবাদ জানিয়ে বলেন, আমি একজন দরিদ্র কৃষক বর্গা নিয়ে কৃষি কাজ করি। এ বছর আমি ৫০ শতাংশ জমিতে ধান লাগাই। বেশ ভাল ফলন হয়েছে ।কিন্তু শ্রমিক ও টাকার অভাবে কাটতে পারছিলাম না। এ ধান গুলো কাটা-মাড়াই করতে প্রায় ৫ হাজার টাকা লাগতো। বিনা টাকায় ধান কেটে দেওয়ায় আমার অনেক বড় উপকার হয়েছে।
বিপি>আর এল