Home আন্তর্জাতিক অতিরিক্ত মাদক সেবনে গত বছর যুক্তরাষ্ট্রে মারা গেছে এক লাখ মানুষ

অতিরিক্ত মাদক সেবনে গত বছর যুক্তরাষ্ট্রে মারা গেছে এক লাখ মানুষ

by bnbanglapress
A+A-
Reset

নিজস্ব প্রতিবেদক: অতিরিক্ত মাত্রায় মাদক সেবনের ফলে যুক্তরাষ্ট্রে গত বছর (২০২২ সালে) এক লাখের বেশি মানুষের মৃত্যু হয়েছে। সাম্প্রতি সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
সিডিসি’র প্রতিবেদনে বলা হয়, ২০২২ সালটি ড্রাগ ওভারডোজের রেকর্ডে সবচেয়ে মারাত্মক ছিল। এতে আনুমানিক এক লাখ নয় হাজার ৬৮০ জনের মৃত্যু হয়েছে। কোভিড-১৯ মহামারী চলাকালীন মার্কিন যুক্তরাষ্ট্রে ওভারডোজ মৃত্যুর সংখ্যা বেড়েছে।
মৃত্যুর সংখ্যা ২০১৯ সালে ৭১ হাজার থেকে বেড়ে ২০২০ সালে ৯০ হাজারের ওপরে এবং ২০২১ সালে প্রথমবারের মতো এক লাখ ছাড়িয়েছে।

বিপি।এসএম

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী