Home রাজনীতিআওয়ামী-লীগ তলেতলে সবার সঙ্গে আপস হয়ে গেছে : ওবায়দুল কাদের

তলেতলে সবার সঙ্গে আপস হয়ে গেছে : ওবায়দুল কাদের

by বাংলাপ্রেস ডেস্ক
A+A-
Reset

বাংলাপ্রেস ঢাকা: বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন-তলেতলে সবার সঙ্গে আপস হয়ে গেছে।
তিনি বলেছেন, ‘তলেতলে আপস হয়ে গেছে। আমেরিকার দিল্লিকে দরকার। দিল্লি আছে, আমরাও আছি।
শেখ হাসিনা সবার সঙ্গে ভারসাম্য করে ফেলেছেন। আর কোনো চিন্তা নেই। যথাসময়ে নির্বাচন হবে। ’

আজ মঙ্গলবার (৩ অক্টোবর) বিকেলে সাভারের আমিনবাজার এলাকায় আয়োজিত ‘শান্তি ও উন্নয়ন সমাবেশে’ প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের এসব কথা বলেন। অক্টোবর মাসেই বিএনপির চূড়ান্ত আন্দোলনের ঘোষণার পর থেকে গুরুত্ব দিয়ে সভা সমাবেশ করছে আওয়ামী লীগ। সেই ধারাবাহিকতায় সাভারের আমিনবাজারে ঢাকা জেলা আওয়ামী লীগের এই শান্তি ও উন্নয়ন সমাবেশ।

সমাবেশের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকা ওবায়দুল কাদের বলেন, ‘দুই সেলফিতেই বাজিমাত। এক সেলফি দিল্লি, আরেক সেলফি নিউইয়র্কে। শেখ হাসিনা আর পুতুল, জো বাইডেনের সেলফিতে দিল্লিতে বাজিমাত। তারপর নিউইয়র্কে বাজিমাত। কোথায় স্যাংশন, কোথায় ভিসা নীতি। ’

তলেতলে আপস হয়ে গেছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘আপস হয়ে গেছে। দিল্লি আছে, আমেরিকার দিল্লিকে দরকার। আমরা আছি, দিল্লিও আছে। দিল্লি আছে, আমরাও আছি। শত্রুতা কারও সঙ্গে নেই, সবার সঙ্গে বন্ধুত্ব। শেখ হাসিনা সবার সঙ্গে ভারসাম্য করে ফেলেছেন। আর কোনো চিন্তা নেই। যথাসময়ে নির্বাচন হবে। নির্বাচনের প্রস্তুতি নেন। ’

ওবায়দুল কাদের আরও বলেন, ‘ভিসা নীতির পরোয়া করি না। আমরা শান্তিপূর্ণ নির্বাচন চাই। তাহলে কেন ভিসা নীতি, নিষেধাজ্ঞা। অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে। আর কোনো নিষেধাজ্ঞা আসবে না। ফখরুলের গলার আওয়াজ নরম হয়ে গেছে। ’

বিপি>আর এল

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী