বাংলাপ্রেস ঢাকা: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপ্রত্যাশীদের কাছে ফরম বিক্রি শেষ করেছে আওয়ামী লীগ। আগামী বৃহস্পতিবার সকালে দলের সংসদীয় বোর্ড সভায় দলীয় মনোনয়ন চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন দলটির দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া।
আওয়ামী লীগের মনোনয়ন বিক্রির সবশেষ তথ্য জানিয়ে বিপ্লব বড়ুয়া বলেন, ‘গত চারদিনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন মোট ৩ হাজার ৩৬২ জন। ফরম বিক্রি করে আয় হয়েছে মোট ১৬ কোটি ৮১ লাখ টাকা। আগামী বৃহস্পতিবার বেলা ১১টায় আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে দলের সংসদীয় বোর্ডের সভায় দলীয় মনোনয়ন চূড়ান্ত হবে।’
গোপালগঞ্জ–৩ আসনের মনোনয়ন জমা দিলেন শেখ হাসিনা গোপালগঞ্জ–৩ আসনের মনোনয়ন জমা দিলেন শেখ হাসিনা
এর আগে এ দিন গোপালগঞ্জ–৩ আসনে আওয়ামী লীগের মনোনয়নপত্র জমা দেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনার পক্ষে মনোনয়নপত্র জমা দেন শেখ কবির হোসেন। গত শনিবার মনোনয়নপত্র বিতরণ শুরুর দিনই আওয়ামী লীগ সভাপতি মনোনয়নপত্র নিয়েছিলেন।
শেষ দিন মনোনয়ন সংগ্রহ ও জমা দিতে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে কেন্দ্রীয় কার্যালয়ে ছিল দীর্ঘ লাইন। এবার আওয়ামী লীগের মনোনয়ন ফরমের দাম নির্ধারণ করা হয়েছে ৫০ হাজার টাকা।
এর আগে গত শনিবার সকাল সাড়ে ১০টায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনয়ন ফরম সংগ্রহের মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু হয়। প্রথম দিন ১ হাজার ৭৪ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেন। দ্বিতীয় দিন রোববার ১ হাজার ২১২টি বিক্রি করা হয়। তৃতীয় দিন সোমবার বিক্রি হয়েছে ৭৩৩টি।
গত বুধবার আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। তফসিল অনুযায়ী, ভোট হচ্ছে আগামী ৭ জানুয়ারি।
বিপি>আর এল