বাংলাপ্রেস ডেস্ক: আবারও ক্রিপ্টোকারেন্সি বাজারে সুবাতাস বইতে শুরু করেছে। এই মার্কেটের প্রধান মুদ্রা বিটকয়েনের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে। ইতোমধ্যে প্রতিটির দর ৪৬ হাজার ডলার ছাড়িয়ে গেছে। গত ১ মাসের মধ্যে যা সর্বোচ্চ। ব্যবসা-বাণিজ্যভিত্তিক প্রভাবশালী সংবাদমাধ্যম ব্লুমবার্গের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।
এতে বলা হয়, যুক্তরাষ্ট্রের কয়েকটি এক্সচেঞ্জ ট্রেডিং ফান্ডে (ইটিএফ) বিটকয়েনের প্রবাহ স্থিতিশীল রয়েছে। আগামী এপ্রিলের মধ্যে ইটিএফগুলোতে মুদ্রাটির জোগান প্রায় অর্ধেকে নেমে আসতে পারে। কারণ, উৎপাদন কমাচ্ছে খনিগুলো। স্বাভাবিকভাবেই ক্রিপ্টোটির চাহিদা বেড়েছে। ফলে মূল্যও বৃদ্ধি পেয়েছে।
শুক্রবার (৯ ফেব্রুয়ারি) বিটকয়েনপ্রতি দর দাঁড়িয়েছে ৪৬ হাজার ১৬৬ ডলারে। গত ৯ ফেব্রুয়ারির পর যা সবচেয়ে বেশি। আলোচ্য কার্যদিবসে মুদ্রাটির দাম বেড়েছে ২ শতাংশ। সবমিলিয়ে ২০২৪ সালে ডিজিটাল কারেন্সিটির মূল্য বৃদ্ধি পেয়েছে ৯ শতাংশ।
একই কর্মদিবসে অন্যান্য যেমন-ইথার, সোলানা ও কার্ডানোর মতো ক্রিপ্টোর দামও ঊর্ধ্বমুখী হয়েছে। গত ১১ জানুয়ারি মার্কিন মুলুকে ৯টি বিটকয়েনে ইটিএফ চালু হয়। তাতে ভার্চুয়াল মুদ্রাটির প্রবাহ বৃদ্ধি পায়। ফলে দরপতন ঘটতে থাকে।
বিশ্বখ্যাত অনলাইন মুদ্রার প্রতিষ্ঠান অরবিট মার্কেটের সহপ্রতিষ্ঠাতা ক্যারোলিন মাউরোন বলেন, ইতোমধ্যে বিটকয়েনের প্রবাহ বাধাগ্রস্ত হয়েছে। ফলে আবারও বিটকয়েনের দাম বাড়তে আরম্ভ করেছে। আগামী সপ্তাহগুলোর মধ্যে তা ৫০ হাজার ডলার ছাড়িয়ে যেতে পারে।
বিপি/টিআই