নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে ডেমোক্রেটিক ও রিপাবলিকান পার্টির প্রার্থী বাছাইপর্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন হিসেবে পরিচিত ‘সুপার টুয়েসডে’। গতকাল মঙ্গলবার ‘সুপার টুয়েসডে’-তে যুক্তরাষ্ট্রের ১৫টি অঙ্গরাজ্যে রিপাবলিকান পার্টির বাছাইপর্বের ভোট হয়। ১৪টি অঙ্গরাজ্যসহ একটি অঞ্চলে ডেমোক্র্যাটদের দলীয় বাছাইপর্বের ভোট হয়। ইতিমধ্যে বেশির ভাগ এলাকায় ভোট গ্রহণ শেষ হয়েছে।
মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজের বুথফেরত জরিপে আভাস দেওয়া হয়েছে, ১৩টি অঙ্গরাজ্যে ডেমোক্রেটিক পার্টির বাছাইপর্বে জো বাইডেন জয়ী হয়েছেন। এ ছাড়া তিনি আইওয়া ককাসে জয়ী হয়েছেন।
সিবিএসের আভাস অনুযায়ী, রিপাবলিকান পার্টির মনোনয়নপ্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প এখন পর্যন্ত ১০টি অঙ্গরাজ্যে জয়ী হয়েছেন। এবারের নির্বাচনে ডেমোক্রেটিক পার্টি থেকে বর্তমান প্রেসিডেন্ট বাইডেনকে তেমন বিরোধিতার মুখোমুখি হতে হচ্ছে না। তাই দলীয় প্রার্থী হিসেবে বাইডেন আগামী নভেম্বরের নির্বাচনে লড়ছেন, সেটা প্রায় নিশ্চিত।
অন্যদিকে রিপাবলিকান পার্টির প্রার্থী হওয়ার লড়াইয়ে সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের পথে প্রধান চ্যালেঞ্জ নিকি হ্যালি। ট্রাম্প-হ্যালির লড়াইয়ে সুপার টুয়েসডের ফলাফলকে গুরুত্বপূর্ণ বিবেচনা করা হচ্ছে।
গতকাল যেসব অঙ্গরাজ্যে প্রাথমিক বাছাইপর্বের ভোট হয়েছে, তার মধ্যে ভার্জিনিয়া ও নর্থ ক্যারোলাইনাকে দুই দলের জন্যই অপেক্ষাকৃত গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করা হচ্ছে। প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হওয়ার ক্ষেত্রে এই দুই অঙ্গরাজ্যে নিজেদের সমর্থন জোরালো করতে চায় উভয় দল।
এ দুই অঙ্গরাজ্যের রিপাবলিকান ভোটাররা সিবিএসকে বলেছেন, তাঁরা অভিবাসন ও অর্থনীতিকে গুরুত্বপূর্ণ বিষয় বলে মনে করেন। এবার সুপার টুয়েসডেতে যুক্তরাষ্ট্রের যে ১৫টি অঙ্গরাজ্যে ভোটাভুটির আয়োজন করা হয়েছে, সেগুলো হলো আলাবামা, আলাস্কা (শুধু রিপাবলিকানদের ভোট), আরকানসাস, ক্যালিফোর্নিয়া, কলোরাডো, মেইন, ম্যাসাচুসেটস, মিনেসোটা, ওকলাহোমা, টেনেসি, টেক্সাস, ইউটাহ, নর্থ ক্যারোলাইনা, ভারমন্ট ও ভার্জিনিয়া। এ ছাড়া আমেরিকান টেরিটরি সামোয়াতে শুধু ডেমোক্র্যাটদের ভোট হয়েছে।
জনমত জরিপ অনুযায়ী, ক্যালিফোর্নিয়া ও টেক্সাসের পাশাপাশি আলাবামা, মেইন ও মিনেসোটার মতো অঙ্গরাজ্যে ট্রাম্পের নিরঙ্কুশ সমর্থন রয়েছে। তার প্রচার দলের অনুমান, সুপার টুয়েসডেতে অন্তত ৭৭৩ প্রতিনিধির সমর্থন পাবেন তিনি এবং এক বা দুই সপ্তাহ পর মনোনয়ন নিশ্চিত করবেন।
ট্রাম্প ইতিমধ্যে আইওয়া, নিউ হ্যাম্পশায়ার, নেভাদা, সাউথ ক্যারোলাইনা, মিশিগান, আইডাহ, মিজৌরিসহ প্রায় সব রিপাবলিকান প্রাইমারিতে বড় জয় পেয়েছেন। আর ওয়াশিংটন ডিসিতে জিতেছেন হ্যালি।
বিপি।এসএম