বাংলাপ্রেস ডেস্ক: পাকিস্তানের নবনির্বাচিত প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ নতুন মন্ত্রিসভা গঠন করেছেন। দেশটির কেন্দ্রীয় মন্ত্রিসভায় এবার ১৯ জন জায়গা পেয়েছেন। তাদের মধ্যে পুরোনো মন্ত্রীদের পাশাপাশি বেশ কয়েকজন নতুন মুখও রয়েছেন।
সোমবার রাজধানী ইসলামাবাদে প্রেসিডেন্ট হাউসে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ১৯ জন মন্ত্রী-প্রতিমন্ত্রীর শপথ পড়ান। অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত বাজানো হয়। পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করা হয়।
জানা গেছে, পেশায় ব্যাংকার মুহাম্মদ আওরঙ্গজেব হয়েছেন পাকিস্তানের নতুন অর্থমন্ত্রী। রাজস্ব মন্ত্রণালয়ের দায়িত্বও দেওয়া হয়েছে তার কাঁধে।
স্বরাষ্ট্রমন্ত্রী করা হয়েছে পাঞ্জাবের সাবেক তত্ত্বাবধায়ক মুখ্যমন্ত্রী মহসিন নাকভিকে। খাজা আসিফের হাতে তুলে দেওয়া হয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব। সামরিক উৎপাদন এবং বিমান চলাচল মন্ত্রণালয়ের দায়িত্বও সামলাবেন তিনি।
তত্ত্বাবধায়ক সরকারে মন্ত্রীর দায়িত্ব পালন করা আহাদ খান চিমাকে করা হয়েছে অর্থনৈতিক সম্পর্ক বিষয়ক মন্ত্রী। এস্টাবলিশমেন্ট ডিভিশনের দায়িত্বও দেওয়া হয়েছে তাকে।
দেশটির পরিকল্পনা, উন্নয়ন ও বিশেষ উদ্যোগ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন আহসান ইকবাল। শিল্পমন্ত্রী হয়েছেন রানা তানভীর হোসেন।
আইন ও বিচার মন্ত্রণালয়ের পাশাপাশি মানবাধিকার বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব সামলাবেন আজম নাজির তারার।
প্রবাসী পাকিস্তানি এবং মানবসম্পদ উন্নয়ন মন্ত্রণালয়ের মন্ত্রী হয়েছেন চৌধুরী সালিক হোসেন। বাণিজ্যমন্ত্রী করা হয়েছে জাম কামাল খানকে।
আব্দুল আলিম খান হয়েছেন বেসরকারিকরণ মন্ত্রী। ইঞ্জি. আমীরে মুকামের হাতে তুলে দেওয়া হয়েছে রাজ্য ও সীমান্ত অঞ্চল মন্ত্রণালয় এবং জাতীয় ঐতিহ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব।
রেলমন্ত্রী হয়েছেন সরদার আওয়াইস আহমদ খান লেঘারি। তথ্য ও সম্প্রচার মন্ত্রী করা হয়েছে আতাউল্লাহ তারারকে।
খালিদ মকবুল সিদ্দিকীকে করা হয়েছে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রী। কেন্দ্রীয় শিক্ষা ও পেশাগত প্রশিক্ষণ মন্ত্রণালয়ের দায়িত্বও সামলাবেন তিনি।
এছাড়া, মুসাদ্দিক মাসুদ মালিক পেট্রোলিয়াম মন্ত্রণালয়, কায়সার আহমেদ শেখ সামুদ্রিক সম্পর্ক বিষয়ক এবং মিয়া রিয়াজ হোসেন পীরজাদা পেয়েছেন আবাসন মন্ত্রণালয়ের দায়িত্ব।
নতুন মন্ত্রিসভায় ঠাঁই পাওয়া একমাত্র নারী প্রতিমন্ত্রী শাজা ফাতিমা খাজা কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন, তা এখনো ঘোষণা করা হয়নি।
বিপি/টিআই