Home আন্তর্জাতিক টেক্সাসে অভিবাসী আইন শীতলিকরন করেছে আদালত

টেক্সাসে অভিবাসী আইন শীতলিকরন করেছে আদালত

by bnbanglapress
A+A-
Reset

নিজস্ব প্রতিবেদক: অবৈধ অভিবাসীদের ঠেকাতে যুক্তরাষ্ট্রের টেক্সাসে নতুন আইন প্রণয়ন করা হয়েছে। এই আইন অনুযায়ী সীমান্ত পারাপারকে অবৈধ ও কারাভোগের মতো অপরাধ। এই আইন আধুনিক যুগে মার্কিন সিনেটে পাস হওয়া সবচেয়ে কঠোর অভিবাসী আইনটি শীতলিকরন করেছে যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আপিল আদালত।
টেক্সাসে অবৈধভাবে প্রবেশের তরঙ্গ ঠেকাতে গত বছর টেক্সাসের আইনসভা দ্বারা পাস করা হয়েছিল এসবি ৪ নামক এই আইন।
এ আইন জাতিগত সংক্ষিপ্তকরণের দিকে ঠেলে দেবে বলে ধারণা করা হয়েছিল। অবৈধ অভিবাসন বৃদ্ধি ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বিষয়টি কিভাবে নিয়ন্ত্রণ করছেন, তা নিয়ে উদ্বেগের মধ্যেই উক্ত আইন প্রণয়নের খবর সামনে আসে। টেক্সাসের নতুন এই পদক্ষেপ কিছুটা বিতর্কিত। কারণ এর আগে মার্কিন আদালত এক রায়ে জানিয়েছিলেন, শুধু যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারই অভিবাসন আইন প্রয়োগ করতে পারবে।
এসবি ৪ অনুমোদন দেয়ার কয়েক ঘন্টা পর আপিল শুনানিতে এমন রায় দেয়া হয়েছে। এসবি৪ নামের আইনটির মাধ্যমে যেসব অভিবাসী আনঅথোরাইজড বা অনুমোদনহীন তাদেরকে আটক ও বিচার করার অনুমোদন দেয়া হয়েছিল টেক্সাসের কর্মকর্তাদের। এই আইনের অধীনে যেসব অভিবাসীকে বের করে দেয়া হয়েছে তাদেরকে গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছে মেক্সিকো। আইনটিকে অসাংবিধানিক আখ্যায়িত করে এর বিরুদ্ধে চ্যালেঞ্জ জানিয়েছে বাইডেন প্রশাসন।
অবৈধভাবে সীমান্ত পার হওয়া ফেডারেল অপরাধ। তবে এই অপরাধ বর্তমানে অভিবাসন আদালত ব্যবস্থায় দেওয়ানি মামলা হিসেবে পরিচালিত হয়। আগামী বছরের মার্চ থেকে এই আইন কার্যকর হবে। এ বছরের নভেম্বরে টেক্সাসের রিপাবলিকান নেতৃত্বাধীন আইনসভার উভয় হাউসেই এই আইন পাস হয়।
যদি এই আইনটি কার্যকর হতো তাহলে কিভাবে অভিবাসী বিষয়ক আইন প্রয়োগ করা হতো এবং তাতে বড় রকমের একটি পরিবর্তন দেখা দিতো। এর আগে আদালত রায়ে বলেছে, শুধু কেন্দ্রীয় সরকারই দেশে অভিবাসন বিষয়ক আইন প্রয়োগ করতে পারে। সেটা কোনো রাজ্য নিজেরা করতে পারে না। যুক্তরাষ্ট্রের সীমান্ত বেআইনিভাবে অতিক্রম করা একটি ফেডারেল ক্রাইম হিসেবে দেখা হয়।
কিন্তু যারা সীমান্ত অতিক্রম করে ফেলেন বা এ নিয়ম লঙ্ঘন করেন, তাদের বিরুদ্ধে অভিবাসন বিষয়ক আদালতের মাধ্যমে দেওয়ানি বা সিভিল মামলা হয়।
কিন্তু এসবি৪-এর অধীনে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে টেক্সাসে প্রবেশের কারণে ২০ বছর পর্যন্ত জেলের বিধান রাখা হয়। আইনটি অল্প সময়ের জন্য কার্যকর হয়েছিল। এখন আদালতের আদেশে তা বন্ধ হয়ে গেছে। ওদিকে এসবি৪ এর অধীনে টেক্সাস যেসব অভিবাসীকে বের করে দেবে, তাদেরকে গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছে মেক্সিকো। এর আগে এসবি৪ আইনকে অভিবাসী বিরোধী আখ্যায়িত করে এর কড়া সমালোচনা করেন মেক্সিকোর কর্মকর্তারা। তারা সতর্ক করে এর ফলে যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের সম্পর্ক জটিল করে তুলতে পারে। একই কথার প্রতিধ্বনি তোলে যুক্তরাষ্ট্রের আইন মন্ত্রণালয়ের বক্তব্য।
এসবি ৪ আইন রাষ্ট্রীয় পর্যায়ে অননুমোদিত অভিবাসনকে অপরাধী করে তোলে। ইতিমধ্যেই এ আইনকে ফেডারেল অপরাধ হিসেবে গণ্য করা হয়। এটি অবৈধদের পুনঃপ্রবেশের জন্য একটি রাষ্ট্রীয় অপরাধমূলক অভিযোগও তৈরি করেছে।

বিপি।এসএম

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী