Home আন্তর্জাতিক যুক্তরাষ্ট্রে অচলাবস্থা থেকে মুক্তি পেতে সিনেটে ১২ হাজার কোটি ডলারের বিল পাস

যুক্তরাষ্ট্রে অচলাবস্থা থেকে মুক্তি পেতে সিনেটে ১২ হাজার কোটি ডলারের বিল পাস

by bnbanglapress
Published: Updated:
A+A-
Reset

 

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রে আংশিক সরকারি অচলাবস্থার হাত থেকে মুক্তি পেতে ১২ হাজার কোটি ডলারের একটি তহবিল বিল পাস করেছে মার্কিন সিনেট। শনিবার ভোরে এ তহবিল পাস করা হয়েছে। বিলটি এখন আইনে স্বাক্ষর করার জন্য প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে পাঠানো হবে।
শুক্রবার প্রতিনিধি পরিষদে অনুমোদিত হয়েছিল বিলটি। এক হাজার ১২ পৃষ্ঠার এই বিলে প্রতিরক্ষা, হোমল্যান্ড সিকিউরিটি এবং অন্যান্য ফেডারেল সংস্থাগুলোর জন্য তহবিল অন্তর্ভুক্ত রয়েছে।
বৃহস্পতিবার সিনেটে বিলটির পক্ষে ভোট ছিল ৭৪টি আর বিপক্ষে ছিল ২৪টি। শুক্রবার সকালে ২৮৬-১৩৪ ভোটে বিলটি পাস হয়। বিলটি অনুমোদনের জন্য দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের প্রয়োজন ছিল। এই তহবিলের ৭০ ভাগের বেশি অর্থ প্রতিরক্ষা খাতে ব্যয় হবে।
শুক্রবার মধ্যরাতে তহবিলের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরপরই এই ভোট অনুষ্ঠিত হয়েছে। ওইদিন সন্ধ্যায় সিনেট ডেমোক্র্যাট এবং রিপাবলিকানদের মধ্যে প্রস্তাবিত সংশোধনী নিয়ে দীর্ঘ আলোচনা হলেও নির্ধারিত সময়সীমার মধ্যে বিলটির অনুমোদন দিতে ব্যর্থ হয় সিনেট। এই সময়সীমার সঙ্গে সঙ্গে অস্থায়ী তহবিলের মেয়াদও শেষ হয়ে যাচ্ছিল। বেড়ে যাচ্ছিলো স্বল্পমেয়াদী সরকারি শাটডাউনের আশঙ্কাও।
তবে হোয়াইট হাউজ দ্রুত একটি নোটিশ পাঠিয়ে জানায়, অফিস অব ম্যানেজমেন্ট অ্যান্ড বাজেট কার্যালয়টি ফেডারেল এজেন্সিগুলো বন্ধ করার পরিকল্পনা নিয়ে আর এগোবে না। তাদের বিশ্বাস ছিল কংগ্রেস আইন পাস করবে এবং প্রেসিডেন্ট শনিবার এতে স্বাক্ষর করবেন।

বিপি।এসএম

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী