Home আন্তর্জাতিক ঢাকা আসছেন ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী

ঢাকা আসছেন ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী

by বাংলাপ্রেস ডেস্ক
A+A-
Reset

বাংলাপ্রেস ডেস্ক: ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাওরো ভিয়েরা আগামী রোববার (৭ এপ্রিল) দুই দিনের সফরে ঢাকা আসছেন। তার সফরকালে চারটি চুক্তি সই হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

বুধবার (৩ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি সাংবাদিকদের বলেন, ‘ব্রাজিজের পররাষ্ট্রমন্ত্রী ৭ ও ৮ এপ্রিল ঢাকা সফরে আসবেন। সে সময় ক্রীড়া সহযোগিতা সমঝোতা স্মারক, কৃষি খাতে সমঝোতা স্মারক এবং প্রতিরক্ষা খাতে সমঝোতা স্মারক সই হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ হবে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এ সফরটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ব্রাজিলের সঙ্গে আমাদের বাণিজ্য সম্পর্ক আছে। ব্রাজিল একটি বড় দেশ এবং তাদের ক্রয়ক্ষমতা অনেক বেশি। সেজন্য আমাদের দেশ থেকে অনেক কিছু রপ্তানি করার সুযোগ আছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর নিয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর ভারত সফর হবে। তবে সেটি ভারতের নির্বাচনের পরে। সফর কখন হবে সেটি নিয়ে আনুষ্ঠানিক পর্যায়ে আমাদের অফিসে আলোচনা হয়নি।

 

বিপি/টিআই

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী