বাংলাপ্রেস ডেস্ক: হেলিকপ্টার দুর্ঘটনার শিকার ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির জীবিত ফিরে আসার প্রত্যাশায় দোয়া করলেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।
হেলিকপ্টার দুর্ঘটনার পর খামেনি রাইসির পরিবার এবং ইসলামিক রেভুলেশন গার্ড কর্পসের সঙ্গে সাক্ষাত করেছেন। এ সময় তিনি বলেন, প্রেসিডেন্ট রাইসি আমাদের মাঝে ফিরে আসুক সর্বশক্তিমান আল্লাহর কাছে সেই দোয়া করি।
তিনি আরও বলেন, ইরানিদের শান্ত থাকার পাশাপাশি আত্মবিশ্বাসী হওয়া উচিত। কারণে দেশের প্রত্যাহিক কাজে কোনো ধরনের ব্যাঘাত সৃষ্টি হবে না।
খামেনি বলেন, ইরানিদের উদ্বিগ্ন হওয়া উচিত নয়। দেশ পরিচালনায় কোনো ধরনের সমস্যা হবে না।
রোববার (১৯ মে) সকালে প্রেসিডেন্ট রাইসি আজারবাইজান সীমান্তে একটি বাঁধ উদ্বোধন শেষে ফেরার পথে তাকে বহনকারী হেলিকপ্টারটি ভারজাকান অঞ্চলে অবতরণ করার সময় বিধ্বস্ত হয়। তাদের উদ্ধারে ওই এলাকায় বহু উদ্ধারকর্মী পাঠানো হয়েছে।
উদ্ধারকাজ চলমান রয়েছে। কিন্তু খারাপ আবহাওয়ার কারণে তাদের বেগ পেতে হচ্ছে। সূত্র: ইরনা
বিপি/টিআই