বাংলাপ্রেস ডেস্ক: গাজায় আন্তর্জাতিক মানবিক সহায়তা সংস্থা ইন্টারন্যাশনাল কমিটি অব রেড ক্রিসেন্টের (আইআরআইসি) দপ্তরের কাছে গোলা হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে অন্তত ২২ জন নিহত এবং ৪৫ জন আহত হয়েছে। খবর বিবিসি
শুক্রবার (২১ জুন) সন্ধ্যায় এই গোলা হামলার ঘটনা ঘটেছে বলে এক বিবৃতিতে জানিয়েছে আইআরআইসি। হামলায় সংস্থাটির কার্যালয় ক্ষতিগ্রস্ত হয়েছে।
আইআরআইসি কার্যালয় চত্বরের আশপাশে শত শত বাস্তুচ্যুত ফিলিস্তিনি আশ্রয় নিয়েছিলেন। হতাহতদের রেড ক্রিসেন্ট ফিল্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে বেশ কয়েক জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে রেড ক্রিসেন্ট কমিটি।
তবে এ হামলা ইসরায়েল বাহিনী চালায়নি বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। ঘটনাটি তদন্তের কথা জানিয়েছে আইডিএফ’র একজন মুখপাত্র।
গত ৭ অক্টোবর থেকে গাজায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। হামলায় এ পর্যন্ত প্রায় ৩৮ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে। যাদের মধ্যে অধিকাংশ নারী ও পুরুষ।
বিপি/টিআই