Home আন্তর্জাতিক নেপালে ভূমিধসে দুটি বাস নদীতে পড়ে নিখোঁজ ৬৫

নেপালে ভূমিধসে দুটি বাস নদীতে পড়ে নিখোঁজ ৬৫

by বাংলাপ্রেস ডেস্ক
A+A-
Reset

বাংলাপ্রেস ডেস্ক: নেপালে আচমকা ভূমিধসে নদীতে ভেসে গেছে দুটি বাস। এই ঘটনায় কমপক্ষে ৬৫ যাত্রী নিখোঁজ হয়েছেন। এছাড়া দেশটির অন্যস্থানে ভূমিধসে কমপক্ষে আরও ১০ জন নিহত হয়েছেন।

শুক্রবার (১২ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, নেপালে ভূমিধসের ফলে শুক্রবার কমপক্ষে ৬৫ জন যাত্রী নিয়ে দুটি বাস নদীতে ভেসে গেছে। এছাড়া পার্বত্য এই দেশটির অন্য স্থানে ভূমিধসে কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

হিমালয়ান এই দেশটিতে গত জুনের মাঝামাঝি থেকে প্রবল মৌসুমী বৃষ্টিপাতের ফলে ভূমিধস এবং বন্যার কারণে বহু মানুষ মারা গেছেন।

বার্তাসংস্থাটি বলছে, শুক্রবার ভোরবেলা নেপালের ত্রিশূলী নদীতে ভেসে যাওয়া দুটি বাসের ৬৫ জন নিখোঁজ যাত্রীর সন্ধানে সেনাবাহিনী ও পুলিশকে নামিয়েছে কর্তৃপক্ষ। পুলিশ মুখপাত্র দান বাহাদুর কারকি বলেছেন, কাঠমান্ডু থেকে প্রায় ৮৬ কিলোমিটার (৫৩ মাইল) পশ্চিমে চিতওয়ান জেলায় এই ঘটনাটি ঘটেছে।

তিনি বলেন, ‘কাঠমান্ডু থেকে গৌড়গামী বাসে ৪১ জন এবং বীরগঞ্জ থেকে কাঠমান্ডুগামী বাসে ২৪ জন যাত্রী ছিলেন। বাস ও যাত্রী উভয়েই ত্রিশূলী নদীতে নিখোঁজ রয়েছে।’

এদিকে ভারতীয় বার্তাসংস্থা এএনআই-কে চিতওয়ানের প্রধান জেলা কর্মকর্তা ইন্দ্রদেব যাদব জানিয়েছেন, দুটি বাসই ওই সময় হাইওয়ে দিয়ে যাচ্ছিল। আচমকা ধস নেমে তাদের রাস্তা থেকে ছিটকে নিচের উত্তাল নদীতে ফেলে দেয়।

তিনি বলেছেন, ‘প্রাথমিক তথ্য অনুযায়ী দুটি বাসে সবমিলিয়ে চালকসহ মোট ৬৩ জন ছিলেন। ভোর সাড়ে ৩টার ধসের জেরে বাসগুলো নদীতে ভেসে যায়। আমরা ঘটনাস্থলে আছি এবং তল্লাশি অভিযান চলছে। বাসগুলোর সন্ধান চলছে। অবিরাম বৃষ্টিতে আমাদের কাজে সমস্যা হচ্ছে।’

বিপি/কেজে

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী