বাংলাপ্রেস ডেস্ক: চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশে একটি বহুতল ভবনের শপিংমলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন বেশ কয়েকজন।
সংবাদ সংস্থা এপির বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সানফ্রানসিসকো ক্রোনিকেল। এতে বলা হয়েছে, বুধবার (১৭ জুলাই) সন্ধ্যায় চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশের জিগং শহরের একটি ভবনের শপিংমলে ভয়াবহ আগুন লাগে। এতে অন্তত ১৬ জনের প্রাণহানি হয়।
জিগং শহরের হাই-টেক জোনের একটি ১৪ তলা ভবনে আগুন ছড়িয়ে ছড়ে। যার ফলে হতাহতের ঘটনা ঘটে। এছাড়া অগ্নিকাণ্ডের পর ঘন ধোঁয়ায় আশপাশের এলাকা ঢেকে যায়। এদিকে, চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিসিটিভি জানায়, রাতভর উদ্ধার কাজ চালানোর পর বৃহস্পতিবার স্থানীয় সময় ভোররাত ৩টার দিকে অভিযান শেষ হয়। প্রাথমিক তদন্তে দেখা গেছে, নির্মাণজনিত কোন কাজ থেকে আগুন লেগে থাকতে পারে। তবে সুনির্দিষ্ট কারণ শনাক্ত করতে এখনো তদন্ত চলছে বলে জানা গেছে।
বিপি/টিআই