Home আন্তর্জাতিক বাংলাদেশকে গণতন্ত্রের মূলনীতিতে শ্রদ্ধাশীল হতে ব্লিঙ্কেনের আহবান

বাংলাদেশকে গণতন্ত্রের মূলনীতিতে শ্রদ্ধাশীল হতে ব্লিঙ্কেনের আহবান

by bnbanglapress
A+A-
Reset

নিজস্ব প্রতিবেদক: চলমান পরিস্থিতিতে বাংলাদেশকে গণতন্ত্রের মূলনীতির প্রতি শ্রদ্ধাশীল হবার আহবান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। তিনি বলেছেন, বাংলাদেশকে অবশ্যই গণতন্ত্রের মূলনীতির প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। স্থানীয় সময় মঙ্গলবার (৬ আগস্ট) যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ড অঙ্গরাজ্যের অ্যানাপলিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী এমন এক সময়ে এই কথা বললেন যার মাত্র কয়েক ঘণ্টা আগে ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন। গত সোমবার মাসব্যাপী তীব্র ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের পর নেতৃত্ব শূন্য হওয়ায় ড. ইউনূসকে এই দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত দেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
ব্লিঙ্কেন সাংবাদিকদের বলেন, ‘অন্তর্বর্তী সরকার যে সিদ্ধান্তই নিক না কেন তাদের গণতান্ত্রিক নীতিকে সম্মান করতে হবে, আইনের শাসনকে সমুন্নত রাখতে হবে, জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটাতে হবে।’
অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওয়াং একই ধরনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশের কর্তৃপক্ষের প্রতি। পেনি ওং সম্প্রতি ব্লিঙ্কেনের সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং কিছুদিন আগে বাংলাদেশ সফর করে গেছেন। তিনি সব পক্ষকে সহিংসতা এড়াতে আহ্বান জানিয়েছেন।
মেরিল্যান্ডের আনাপোলিসে ইউএস নেভাল একাডেমিতে ব্লিঙ্কেনের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের ওয়াং বলেন, ‘আমরা সব পক্ষকে সহিসংতার বৃদ্ধি কমাতে এবং সর্বজনীন অধিকারকে সম্মান করার আহ্বান জানাই এবং সাম্প্রতিক সপ্তাহগুলোতে ঘটে যাওয়া ঘটনাগুলো সম্পূর্ণ স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের আহ্বান জানাই।

বিপি।এসএম

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী