Home আন্তর্জাতিক মেয়েদের বিয়ের সর্বনিম্ন বয়স কমিয়ে ৯ বছর করার প্রস্তাব ইরাকে

মেয়েদের বিয়ের সর্বনিম্ন বয়স কমিয়ে ৯ বছর করার প্রস্তাব ইরাকে

by বাংলাপ্রেস ডেস্ক
A+A-
Reset

বাংলাপ্রেস ডেস্ক: মেয়েদের বিয়ের বৈধ বয়স কমিয়ে ৯ বছর করার একটি বিল পাস হয়েছে ইরাকের পার্লামেন্টে। প্রস্তাবিত বিলটি নিয়ে দেশটিতে ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছে। এক প্রতিবেদনে সংবাদমাধ্যম এমএসএন এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, বর্তমানে ইরাকে মেয়েদের বিয়ের সর্বনিম্ন বয়স ১৮ বছর। প্রস্তাবিত বিলে মেয়েদের বিয়ের সর্বনিম্ন বয়স ৯ বছরের পাশাপাশি ছেলেদের বিয়ের সর্বনিম্ন বয়স ১৫ বছর করা হয়েছে।

বিভিন্ন মানবাধিকার সংস্থাগুলো এই বিলের তীব্র বিরোধিতা করেছে। অল্পবয়সী মেয়েদের শিক্ষা, স্বাস্থ্য এবং সুস্থতার জন্য এটি একটি গুরুতর পরিণতি নিয়ে আসবে বলে সতর্ক করেছেন তারা। এর ফলে কম বয়সে গর্ভধারণ ছাড়াও পারিবারিক সহিংসতার উচ্চ ঝুঁকি বাড়বে বলে মনে করেন তারা।

ইরাক উইমেন্স নেটওয়ার্কের আমাল কাবাশিও বিলটির দৃঢ় বিরোধিতা করেছেন। তিনি বলেছেন, সংশোধনীটি একটি রক্ষণশীল সমাজে পারিবারিক সমস্যাগুলোর ওপর পুরুষের আধিপত্যের জন্য বিশাল সুযোগ তৈরি করে।

তবে প্রস্তাবিত বিলের পক্ষের সমর্থকদের দাবি, এটির লক্ষ্য ইসলামি আইনকে মানসম্মত করা এবং অল্পবয়সী মেয়েদেরকে অনৈতিক সম্পর্ক থেকে রক্ষা করা।

বিপি/টিআই

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী