Home বাংলাদেশ লেফটেন্যান্ট তানজিম হত্যাকাণ্ডে ৬ জন আটক

লেফটেন্যান্ট তানজিম হত্যাকাণ্ডে ৬ জন আটক

by বাংলাপ্রেস ডেস্ক
A+A-
Reset

 

বাংলাপ্রেস ডেস্ক: কক্সবাজার জেলার চকরিয়ায় ডাকাতের হামলায় সেনা কর্মকর্তা তানজিম ছারোয়ার নির্জন নিহতের ঘটনায় ছয় জনকে আটক করেছে সেনাবাহিনী। বুধবার (২৫ সেপ্টেম্বর) আন্তবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এ তথ্য জানিয়েছে।

আইএসপিআর জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডাকাতি প্রতিরোধ অভিযান পরিচালনার সময় ২৪ সেপ্টেম্বর রাত ৩টার দিকে ডাকাতদের হামলায় সেনাবাহিনীর লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জন (২৩) নিহত হন। পরে ওই এলাকায় চিরুনি অভিযান চালিয়ে তানজিম হত্যাকাণ্ডে জড়িত ছয় জনকে আটক করা হয়। তাদের কাছ থেকে দুটি দেশীয় আগ্নেয়াস্ত্র, বিভিন্ন ধরনের ১১ রাউন্ড গুলি, হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরি, একটি পিকআপ এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, আটককৃতদের মধ্যে চার জন প্রত্যক্ষভাবে সংঘটিত অপরাধের সঙ্গে জড়িত ছিল, অন্য দুজন তথ্য দিয়ে সহায়তা করেছে। আটককৃতরা হলো––মো. বাবুল প্রকাশ (৪৪), মো. হেলাল উদ্দিন (৩৪), মো. আনোয়ার হাকিম (২৮), মো. আরিফ উল্লাহ (২৫), মো. জিয়াবুল করিম (৪৫) ও মো. হোসেন (৩৯)।

আটককৃতদের মধ্যে মো. বাবুল প্রকাশ এই ঘটনার মূল অর্থ জোগানদাতা। এছাড়াও তিনি লেফটেন্যান্ট তানজিমকে ছুরিকাঘাত করেন বলে প্রাথমিক স্বীকারোক্তি দিয়েছেন। ডাকাত দলের সেকেন্ড ইন কমান্ড মো. হেলাল উদ্দিন, গাড়িচালক মো. আনোয়ার হাকিম, সশস্ত্র সদস্য মো. আরিফ উল্লাহ এবং তথ্যদাতা মো. জিয়াবুল করিম ও মো. হোসেনও ওই ঘটনার সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। ডাকাত দলের অন্য সদস্যদের গ্রেফতারে সেনাবাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, আটককৃত ছয় জনকে চকরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। চকরিয়া থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

 

বিপি/কেজে

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী