Home বাংলাদেশ ডোমারে বাল্যবিয়ে ও শিশু অধিকার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ডোমারে বাল্যবিয়ে ও শিশু অধিকার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

by বাংলাপ্রেস ডেস্ক
A+A-
Reset

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি: “বাল্যবিয়ে রুখবো সম্ভাবনার আগামী গড়বো” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নীলফামারী ডোমারে দিন ব্যাপী বাল্যবিয়ে, শিশু অধিকার বিষয়ক কর্মশালা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৫ নভেম্বর) সকাল ১১টায় ডোমার বালিকা বিদ্যা নিকেতনে এ অনুষ্ঠানের আয়োজন করেন অ্যান্টি চাইল্ড ম্যারিজ অর্গানাইজেশন (এসিএমও) নীলফামারী জেলা শাখা। এতে প্রধান অতিথি হিসাবে কর্মশালার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম (পিএএ)।

পরে বিদ্যালয়ের হলরুমে এক আলোচনা সভায় মিলিত হয়। উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর ফারুকের সভাপতিত্বে সংগঠনের উপ-পরিচালক সাঈদ বীন ইসলামের সঞ্চালনায় নীলফামারী সরকারী কলেজের প্রভাষক সলেমান আলী, একাডেমীক সুপার ভাইজার শাফিউল ইসলাম, সিনিয়র সহকারী শিক্ষক আফছানা ইয়াসমিন আশা, হারুন অর-রশিদ, সংগঠনের পরিচালক মাহামুদ হাসান প্রমূখ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে সহকারী পরিচালক আব্দুর রশিদ, সদস্য সুচি প্রামানিক, মাহিয়ান আহমেদ সহ বিদ্যালয়ের শিক্ষক, ছাত্রী এবং অভিভাবগগণ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে কুইজ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারিনী আফিফা আলমগীর নৃত্য, দ্বিতীয় নিনা আক্তার, তৃতীয় রুকাইয়া আক্তার সিগ্ধ সহ সকল বিজয়ীদের হাতে পুরুস্কার তুলে দেন অতিথিগণ। বাল্যবিয়ে প্রতিরোধে এবং শিক্ষার মান উন্নয়নে শিক্ষক, ছাত্রী এবং অভিভাবকদের পরামর্শ প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম (পিএএ)।

 

বিপি/কেজে

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী