বাংলাপ্রেস ডেস্ক: ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যকার দফায় দফায় সংঘর্ষের ঘটনায় উভয়পক্ষের দুই শতাধিক শিক্ষার্থী আহত হয়েছে। এমন পরিস্থিতিতে আগামীকাল বৃহস্পতিবার (২১ নভেম্বর) ক্লাস বন্ধ রাখার ঘোষণা দিয়েছে সিটি কলেজ প্রশাসন।
বুধবার (২০ নভেম্বর) রাতে সিটি কলেজের ওয়েবসাইটে এ নোটিশ দেয়া হয়।
কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অধ্যাপক কাজী নেয়ামুল হকের সই করা সংক্ষিপ্ত নোটিশে বলা হয়েছে, অনিবার্য কারণে আগামীকাল বৃহস্পতিবার (২১ নভেম্বর) সব ক্লাস বন্ধ থাকবে।
এর আগে সংঘর্ষের ঘটনার পর ঢাকা কলেজ শিক্ষক পরিষদ সায়েন্সল্যাব মোড় থেকে সিটি কলেজ সরিয়ে নেয়াসহ ৯ দফা দাবি ঘোষণা করে।
এর আগে বুধবার (২০ নভেম্বর) দুপুরের দিকে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সিটি কলেজের শিক্ষার্থীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। পরে খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। একপর্যায়ে তারা সংঘর্ষ থামাতে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ছুড়েন।।
বিপি/টিআই