Home বাংলাদেশ প্রথম আলোর সামনে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

প্রথম আলোর সামনে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

by বাংলাপ্রেস ডেস্ক
A+A-
Reset

বাংলাপ্রেস ডেস্ক: রাজধানীর কারওয়ান বাজারে দৈনিক প্রথম আলো কার্যালয়ের সামনে ‘জিয়াফত’ ও ‘গরু জবেহ’ কর্মসূচি ঘিরে জড়ো হওয়া বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষের খবর পাওয়া গেছে। রোববার (২৪ নভেম্বর) সন্ধ্যার পর এই ঘটনা ঘটে।

জানা যায়, দৈনিক প্রথম আলোর কার্যালয়ের সামনে একদল বিক্ষোভকারী অবস্থান করছিল। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে যায় এবং হামলাকারীদের সরিয়ে দেয়ার চেষ্টা করে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কয়েকটি সাউন্ড গ্রেনেড ছুঁড়েছে পুলিশ। বর্তমানে পুলিশ সদস্যরা প্রথম আলো অফিসের সামনে অবস্থান নিয়েছেন। পরিস্থিতি এখনো পুরোপুরি স্বাভাবিক না হলেও পুলিশ সতর্ক অবস্থায় রয়েছে। পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরাও ওই এলাকায় অবস্থান করছেন।

বিক্ষোভকারীরা রোববার কারওয়ান বাজারে ওই পত্রিকা অফিসের সামনে ‘জিয়াফত’ কর্মসূচি পালনের ডাক দেয়। বিকেল থেকে এক দল লোক সেখানে জড়ো হয়ে বিক্ষোভ কর্মূসচি পালন করতে চাইলে পুলিশ বাধা দেয়। এক পর্যায়ে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশ সদস্যদের হাতাহাতি হয়। সন্ধ্যায় তা গড়ায় সংঘাতে।

বিপি/টিআই

 

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী